কৃষি থেকে শুরু করে নানা কাজে এআই প্রযুক্তি নানাভাবে ব্যবহৃত হচ্ছে। ইন্দোনেশিয়ার মধ্য জাভার দক্ষিণ উপকূলে ১৬টি পুকুরে চিংড়ি চাষে এআই ব্যবহার করা হচ্ছে।
ইফিশারি নামের একটি প্রতিষ্ঠান কৃষকদের এআই প্রযুক্তির সঙ্গে পরিচয় করানোর কাজ করছে। ইফিশারিন কর্মকর্তা এলসা ভিনিটা বলেন, ‘চিংড়ি খুবই সংবেদনশীল প্রাণী।
পুকুরে একটি চিংড়িতে ভাইরাস সংক্রমণ হলে পুরো পুকুরের সব চিংড়ি মারা যায়। এখন চিংড়ি চাষে এআই ব্যবহার করা হচ্ছে।
একটি খামার ভালোভাবে পরিচালনা করতে এআই ব্যবহারের সুযোগ আছে। চিংড়িকে সুস্থ রাখতে আমরা সাহায্য করতে মাস আহ্যা নামে একটি জেনারেটিভ এআই সহকারী ব্যবহার করা হচ্ছে।
একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই এআই ব্যবহারের সুযোগ আছে। মাইক্রোসফটের আজুর ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে চিংড়ি চাষে দক্ষতা বাড়ানোর সুযোগ আছে।
এ বছরের ফেব্রুয়ারি মাসে মাস আহ্যা জাভানিজ ভাষায় ব্যবহারের সুযোগ মেলে। চাষিরা পুকুরের জলের গুণমান, পোনার অবস্থা, চিংড়ির বাজারমূল্য বিভিন্ন বিষয়সহ এআই থেকে তথ্য পাচ্ছেন।’
ক্যাটফিশ চাষি জিব্রান হুজাইফাহ ২০১৩ সালে ইফিশারি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, ইফিশারি ‘ইন্টারনেট অব থিংসভিত্তিক খামার ব্যবস্থা নিয়ে কাজ করতে চালু হয়।
বান্দুংভিত্তিক ইফিশারি এখন মাছ ও চিংড়ি চাষকে আধুনিকীকরণ করতে এআইয়ের ব্যবহার করছে। আমরা প্রায় ২ লাখের বেশি চাষি ও খামারিকে সহায়তা করছি।
গত বছরের শেষ দিকে ইফিশারি চিংড়ির গুণমান মনিটর করতে এআই ব্যবহার শুরু করে। ইফার্ম নামে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকেরা সরাসরি এআই টুলসের মাধ্যমে কাজ করতে পারে।
ইন্দোনেশিয়ায় চিংড়ি চাষে ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তি
ইন্দোনেশিয়ায় চিংড়ি চাষে ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তি
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য