জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা বেড়েই চলেছে। তাই বিশ্বের বিভিন্ন দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হালনাগাদ প্রযুক্তির নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে।
টেসলার তৈরি জনপ্রিয় ‘মডেল ওয়াই’ গাড়িকে টেক্কা দিতে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের নিও।
‘অনভো এল৬০ এসইউভি’ মডেলের হালনাগাদ প্রযুক্তির আকর্ষণীয় নকশার বৈদ্যুতিক গাড়িটির দাম ৩০ হাজার ৪৬৫ মার্কিন ডলার বা ৩৫ লাখ ৬৪ হাজার টাকা, যা টেসলার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ‘মডেল ওয়াই’ গাড়ির তুলনায় ১০ ভাগের ১ ভাগ।
গত বুধবার চীনের সাংহাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি প্রদর্শনের পাশাপাশি অগ্রিম ফরমাশ নেওয়ার কার্যক্রম শুরু করেছে নিও।
অনুষ্ঠানের নিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম লি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, টেসলার মডেল ওয়াই ও টয়োটা আরএভি ৪ গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা।
স্মার্ট প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে। এল৬০ মডেলের এই গাড়িতে প্রতি ১০০ কিলোমিটার যেতে ১২.১ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়।
ফলে একবার চার্জে গাড়িটি এক হাজার কিলোমিটারের বেশি চলতে পারে।’ এল৬০ মডেলের গাড়িটিতে উন্নত চিপ ও স্মার্ট যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।
আধুনিক ব্যাটারি সিস্টেম, স্মার্ট পাওয়ার সুবিধাসহ এনএক্স৬০৩১ লাইডার কন্ট্রোল চিপও যুক্ত করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে চীনের পাশাপাশি নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন ও ডেনমার্কের ৩০০টিরও বেশি শহরে পাওয়া যাবে গাড়িটি।
বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের নিও
বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের নিও
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য