অপো ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ফিচারের নতুন স্মার্টফোন এনেছে। ‘অপো এ৬০’ মডেলের ফোনটি মাত্র ৩০ মিনিটের মধ্যেই ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়।
পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না। অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস অপারেটিং সিস্টেমে চলা ৬.৬৭ ইঞ্চি পর্দার ফোনটিতে শক্তিশালী প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়।
ফোনটির পেছনে রয়েছে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।
ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে ভিডিও দেখা যায়। নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি।
দুটি সংস্করণে বাজারে আসা ৮ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ১২৮ ও ২৫৬ গিগাবাইট। সংস্করণভেদে ফোনটির দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা ও ২৪ হাজার ৯৯০ টাকা। দুটি সংস্করণেই বাড়তি ৮ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতার এসডি কার্ড ব্যবহার করা যায়।
নতুন হ্যান্ডসেট এ৬০ নিয়ে এলো অপো
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য