চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বেশ বিপদে রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত ২৪ এপ্রিল টিকটক অ্যাপ নিষিদ্ধের বিলে সই করেছেন। ফলে টিকটক অ্যাপ যুক্তরাষ্ট্রে পুরোপুরি নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে।
তবে টিকটক অ্যাপ নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছেন আটজন আধেয়নির্মাতা (কনটেন্ট ক্রিয়েটর)।
টিকটকের আধেয় নির্মাতারা গত মঙ্গলবার টিকটকের বিরুদ্ধে করা মামলায় নতুন আইনকে অসাংবিধানিক বলে অভিযোগ করেন।
এ ধরনের কার্যক্রম নাগরিকদের যোগাযোগের ওপর সরকারি হস্তক্ষেপের শামিল উল্লেখ করে তাঁরা জানান, টিকটক বর্তমানে মার্কিন জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে।
আর তাই টিকটক নিষিদ্ধ করা হলে ব্যবহারকারীদের অপূরণীয় ক্ষতি হবে। মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নানা পেশা ও রাজনৈতিক আদর্শের মানুষ টিকটকে নিজের তথ্য প্রকাশ করেন।
এ বিষয়ে আইনজীবী অম্বিকা কুমার বলেন, নিজেদের প্রকাশ করতে, শিখতে ও কমিউনিটি তৈরি করতে টিকটকের ওপর নির্ভর করেন এই আধেয় নির্মাতারা।
আর তাই টিকটক বন্ধ করা হলে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধিকার খর্ব হবে। আনুমানিক ১৭ কোটি মার্কিনিদের অধিকারও একই সঙ্গে ক্ষুণ্ন হবে। নিষেধাজ্ঞা বাক্স্বাধীনতার ওপর আক্রমণ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটক নিষিদ্ধের বিলে সই করার আগে থেকেই অনেক ব্যবহারকারী টিকটক অ্যাপ চালু রাখার জন্য ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেন।
টিকটক চালু রাখতে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য