https://powerinai.com/

বন্ধ হলো চ্যাটজিপিটির স্কাই ভয়েস ফিচার

বন্ধ হলো চ্যাটজিপিটির স্কাই ভয়েস ফিচার বন্ধ হলো চ্যাটজিপিটির স্কাই ভয়েস ফিচার
 

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের অনুমোদন ছাড়াই ‘অবিকল নকল কণ্ঠস্বর’ গ্রাহকদের চাহিদা মতো ব্যবহারের সুযোগ দেয়ায়।

এ অভিনেত্রী জানান, বাজারে আসা চ্যাটজিপিটির নতুন সংস্করণ ফোর-ও চ্যাটবটের জন্য তার কণ্ঠস্বর ব্যবহারের অনুমতি চেয়েছিল ওপেন এআই। অনুরোধ প্রত্যাখানের পরও তার কণ্ঠস্বরের কৃত্রিম ভার্সন ব্যবহার করা হয়েছে।  

এ ঘটনায় তিনি অত্যন্ত ‘ক্ষুদ্ধ’ এবং ‘মর্মাহত’ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ব্যবহৃত কৃত্রিম কণ্ঠস্বরের সঙ্গে নিজের কণ্ঠস্বরের ‘আশ্চর্যজনক’ মিল খুঁজে পাওয়ায় রীতিমতো ‘স্তম্ভিত’ হয়েছেন। 

স্কারলেট বলেন, “গত বছর সেপ্টেম্বরে ওপেন এআই- এর সিইও আমাকে একটি প্রস্তাব পাঠান। তিনি চাইছিলেন চ্যাটজিপিটি ফোর-ও সিস্টেমের জন্য আমার কণ্ঠস্বর ব্যবহার করতে। তার মতে, এর মাধ্যমে সৃজনশীল ব্যক্তিদের সঙ্গে টেক প্রতিষ্ঠানগুলোর সেতুবন্ধন গড়ে উঠবে।

আর গ্রাহক ও ব্যবহারকারীদের জন্যও এটি স্বস্তিকর হবে।” স্কারলেট অভিযোগ করার পরপরই তড়িঘড়ি করে চ্যাটজিপিটির ‘স্কাই’ ভয়েস মোড–সুবিধা বন্ধ করে দিয়েছে ওপেনএআই।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।