নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের প্রথম স্মার্টফোন ‘সিএমএফ ফোন ১’ উন্মোচন করেতে চলেছে। দামের হিসেবে এটি লো রেঞ্জের হবে বলে আশা করা হচ্ছে।
যদিও কোম্পানিটি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। সিএমএফ ফোন ১ মডেলের দাম বর্তমানে ভারতের বাজারে থাকা নাথিং ফোন ২এ- এর থেকে অনেকটাই কম।
এখনও পর্যন্ত ভারতে উন্মোচন হয়েছে নাথিং ফোন ১, নাথিং ফোন ২ এবং নাথিং ফোন ২এ। এর মধ্যে তৃতীয় মডেলটিই সবচেয়ে কম।
এবার নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের প্রথম ফোন সিএমএফ ফোন ১ উন্মোচন করবে। প্লাস্টিকের বডি থাকবে এই ফোনে।
তিনটি রঙে পাওয়া যাবে বাজারে। নাথিং ওএস পরিচালিত এই ফোনে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। তিন বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে।
বাজারে আসছে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফএর প্রথম স্মার্টফোন
বাজারে আসছে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফএর প্রথম স্মার্টফোন
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য