ইউটিউব টিভির (টেলিভিশন স্ট্রিমিং সেব) মাল্টিভিউ ফিচার টেলিভিশনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ও ট্যাবলেট কমপিউটার থেকেও ব্যবহার করা যাবে।
নতুন এ ফিচার চালুর ফলে স্মার্টফোন ও ট্যাবলেট কমপিউটারের পর্দায় চারটি ভিডিও একসঙ্গে দেখা যাবে। এ ফিচার ইউটিউব টিভির জন্য তৈরি গত দুই মাস আগে আইফোনে চালু করা হয়।
গত বছরের মার্চ মাসে ইউটিউব টিভির মাল্টিভিউ ফিচার প্রথম চালু হয়। ইউটিউব মূলত যাঁরা খেলাপ্রেমী তাঁদের জন্য এ ফিচার চালু করে।
এ ফিচার কাজে লাগিয়ে একসঙ্গে চারটি চ্যানেলের ভিডিও দেখা যায়। ফলে একটি চ্যানেলে সরাসরি খেলা দেখার সময় চ্যানেল পরিবর্তন করতে হয় না।
অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট কমপিউটারে ইউটিউব টিভির মাল্টিভিউ ফিচার ব্যবহার করার জন্য অবশ্যই ইউটিউবের হালনাগাদ সংস্করণের অ্যাপ ব্যবহার করতে হবে। এরপর ‘টপস পিক ফর ইউ’ থেকে ‘ওয়াচ ইন মাল্টিভিউ’ অপশনে ক্লিক করলেই এ ফিচার চালু হবে।
ইউটিউব টিভির ‘মাল্টিভিউ’ ফিচার
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য