চীনের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার বাংলাদেশে ১৮০ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ‘অনার ম্যাজিক ৬ প্রো’ মডেলের স্মার্টফোন এনেছে।
প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নতুন স্মার্টফোনটি উন্মোচন করে। অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, পরিবেশক স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অনার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, হুয়াওয়ে ব্র্যান্ড থেকে আলাদা হওয়ার পর উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন তৈরির মাধ্যমে এরই মধ্যে অনার চীনের স্মার্টফোন বাজারে শীর্ষ স্থান দখল করেছে।
অনারের তৈরি সেরা স্মার্টফোন দেশের বাজারে উন্মুক্ত করা হলো। অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দেবে।
৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি (হাই ডেফিনেশন) প্লাস পর্দার ফোনটির পেছনে পেরিস্কোপ টেলিফটো লেন্সযুক্ত ১৮০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা রয়েছে।
সামনেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে ফোনটির মাধ্যমে সহজেই কাছে বা দূরের উন্নত রেজল্যুশনের ছবি তোলা যায়।
১২ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, ফলে ফোনটি বড় আকারের ভিডিও সংরক্ষণের পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়।
ফোনটিতে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি-ফিচার থাকায় দ্রুত চার্জও হয়। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।
ফোনটিতে রয়েছে ৬৬ ওয়াটের তারহীন প্রযুক্তিও, ফলে তারের সংযোগ ছাড়াও দ্রুত চার্জ করা যায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির দাম ১ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা।
০ টি মন্তব্য