বাংলাদেশে উন্মোচিত হয়েছে এআই ক্যামেরাযুক্ত নতুন দুই ফোন ক্যামন ৩০ এবং ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি। টেকনো বাংলাদেশ জানিয়েছে এআই-চালিত ক্যামেরা সিস্টেম ও উন্নত ইমেজিং ফিচার সহ টেকনো ক্যামন ৩০ সিরিজের এই ফোনটি ২৭ মে থেকে বাজারে পাওয়া যাচ্ছে।
ক্যামন ৩০ তিনটি রঙে এসেছে আইসল্যান্ড বেসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন, সাথে থাকছে দু’টি আলাদা ভ্যারিয়েন্ট।
২৫৬জিবি রম ও ১৬জিবি র্যাম (৮জিবি র্যাম + ৮জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ২৫৬জিবি রম ও ২৪জিবি র্যাম (১২জিবি র্যাম + ১২জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য ফোনটিতে আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। ফোনটি মাত্র ৪৫ মিনিটে শূন্য থেকে শতভাগ চার্জ গ্রহণ করে। সেলফি প্রেমীদের জন্য ক্যামন ৩০ ফোনে আছে ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল এএফ ক্যামেরা।
ক্যামন ৩০ ও ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি উন্মোচন করলো টেকনো
ক্যামন ৩০ ও ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি উন্মোচন করলো টেকনো
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য