যুক্তরাজ্য শিগগিরই বাজারে নিয়ে আসছে উড়ন্ত গাড়ি। যুক্তরাজ্য এই গাড়ি তৈরি করে বাজারে ছাড়বে। প্রতিষ্ঠানটি উড়ন্ত গাড়ি ওঠানামার জন্য বিমানবন্দর তৈরি পরিকল্পনাও করছে।
জাপান, রাশিয়া-সহ বহু দেশই অবশ্য বহু দিন ধরে এই বিদ্যুৎচালিত উড়ন্ত গাড়ির কথা ভেবেছে এবং সেই রকম প্রকল্পও নিয়েছে নিজের মতো করে।
অনেকেরই গাড়ি তৈরিও। কিন্তু কোথা থেকে ‘অপারেট’ হবে সেই গাড়ি? এই ধরনের গাড়ি নিয়ন্ত্রণ করতে গেলে যে ধরনের এয়ারপোর্ট প্রয়োজন।
ব্রিটেনের স্টার্ট-আপ সংস্থা ‘আরবান এয়ারপোর্ট’ এবার সেই ধরনের এয়ারপোর্ট তৈরি করতে চলছে। দক্ষিণ কোরিয়ার হুন্ডাই মোটরও তাদের সঙ্গে এই প্রকল্পে সামিল হয়েছে।
স্টার্ট-আপ সংস্থার দাবি, তারাই প্রথম এই ধরনের সম্পূর্ণ এয়ারপোর্ট আনছে বিশ্বে। নাম, এয়ার-ওয়ান। সংস্থার প্রতিষ্ঠাতা রিকি সান্ধু বলেন, আপনি যেমন প্ল্যাটফর্ম না হলে ট্রেনে উঠা-নামা করতে পারবেন না, তেমনই এই ধরনের উড়ন্ত গাড়ির জন্যও দরকার নিজস্ব ধরনের একটা প্ল্যাটফর্ম।
০ টি মন্তব্য