মিউজিক প্রতিষ্ঠান জি–সিরিজ আগামী ২ জুনের মধ্যে জনপ্রিয় শিরোনামহীন ব্যান্ডের উইটিউব চ্যানেলে স্ট্রাইক দেয়ার ঘটনায় সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে আইনি মার প্যাঁচে পড়তে পারে।
এরই মধ্যে বাংলাদেশ কপিরাইট অফিস বেআইনি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক ভূঁইয়াকে চিঠি পাঠিয়েছে।
শিরোনামহীনের অভিযোগ আমলে নিয়ে সোমবার গত ২৬ মে জি–সিরিজের কর্ণধার বরাবর লিখিত ব্যাখ্যা চেয়ে এই চিঠিটি পাঠানো হয়।
কপি রাইট অফিসের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের পাঠানো চিঠিতে বলা হয়, নিষেধ থাকা সত্ত্বেও জি-সিরিজ শিরোনামহীনের গান বাণিজ্যিকভাবে ব্যবহার ও নিজেদের ইউটিউব চ্যানেলে পরিবেশন করছেন।
একই সঙ্গে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলের নিজস্ব গান ‘বন্ধ জানালা’-য় অনৈতিকভাবে কপিরাইট স্ট্রাইক প্রদান করেন।
এ অবস্থায় বাংলাদেশ কপিরাইট অফিসে আগামী ২ জুনের মধ্যে নিজেদের কৃতকর্মের পক্ষে লিখিত জবাব দেয়ার অনুরোধ করা হয় জি- সিরিজের কাছে। তবে লিখিত জবাব না পেলে কপি রাইট অফিস জি- সিরিজের ক্ষেত্রে আইন ২০২৩ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
কপিরাইট স্ট্রাইক জটিল সমীকরণে জি সিরিজ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য