বিশ্বের প্রথম ডেস্কটপ মাইক্রো কমপিউটার নিলামে বিক্রি হলো। তবে নিলাম সংশ্লিষ্টরা জানিয়েছেন আশানুরূপ মূল্য পাওয়া যায়নি।
কমপিউটারটি ৩৭ হাজার ১৭৯ পাউন্ডে বিক্রি হয়েছে। আরও বেশি দাম উঠবে বলে প্রত্যাশা ছিল নিলাম প্রতিষ্ঠানটির।গত ২৪ মে যুক্তরাজ্যে হ্যারিটেজ অকশনে ‘কিউ ওয়ান মডেল’ কমপিউটারটি নিলামে তোলা হয়।
এ গুরুত্বপূর্ণ কমপিউটারটি খুঁজে পান লন্ডনের কিংস্টন বিশ্ববিদ্যালয়ের স্টোরেজে সেখানকার পরিচ্ছন্নতাকর্মীরা। গত ফেব্রুয়ারিতে কিংস্টন বিশ্ববিদ্যালয়ের স্টোরেজ থেকে দুটি কিউ ওয়ান মডেল ডেস্কটপ মাইক্রো কমপিউটারপাওয়া যায়।
এরপর ক্রিয়েটিং দ্য এভরিথিং ডিভাইস শীর্ষক এক প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেগুলো প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সত্তর থেকে নব্বইয়ের দশক পর্যন্ত কমপিউটিংয়ের বিবর্তনকে তুলে ধরা হয়েছিল।
কিউ ওয়ান মডেলটিতে রয়েছে হালকা কমলা রঙের স্ক্রিন ও একটি বিল্ট-ইন কিবোর্ড। কমপিউটারটিতে ব্যবহার করা হয়েছিল ইন্টেলের ৮০০৮ প্রসেসর ও ট্রানজিস্টরভিত্তিক লজিক সার্কিট।
বিশ্বের প্রথম ডেস্কটপ মাইক্রো কমপিউটার
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য