https://powerinai.com/

গ্রুক এআই চ্যাটবট প্রশিক্ষিত হবে সুপারকমপিউটারে: ইলন মাস্ক

গ্রুক এআই চ্যাটবট প্রশিক্ষিত হবে সুপারকমপিউটারে: ইলন মাস্ক গ্রুক এআই চ্যাটবট প্রশিক্ষিত হবে সুপারকমপিউটারে: ইলন মাস্ক
 

ইলন মাস্ক ২০২৩ সালের ১২ জুলাই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই চালু করে। এটি প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য ছিল মাইক্রোসফটের ওপেনএআই চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনিকে টেক্কা দেওয়া।

সে উদ্দেশ্যে ইলনের প্রতিষ্ঠানটি ‘গ্রুক’ নামের একটি চ্যাটবটও তৈরি করেছে। এবার সেই প্রতিযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে সুপারকমপিউটার তৈরির ঘোষণা দিয়েছে এক্সএআই, যা পরবর্তী প্রজন্মের গ্রুক এআই চ্যাটবট পরিচালনায় ব্যবহার করা হবে। 

যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের উদ্দেশে ইলন মাস্ক বলেন, সুপারকমপিউটারটি প্রস্তুত হয়ে গেলে এটিই হবে বর্তমান সময়ের সবচেয়ে বড় গ্রাফিকস কার্ডের ক্লাস্টার।

এই সুপারকমপিউটারে গ্রাফিকস কার্ড নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার এইচ-১০০ কার্ডটি ব্যবহার করা হবে। এইচ-১০০ হলো এনভিডিয়ার সর্বশেষ গ্রাফিকস কার্ড, যা উঁচু মানের হিসাব-নিকাশ এবং ডেটা এন্ট্রির জন্য ব্যবহার করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের জন্য এটি উপযোগী। এই কার্ডের বাজারমূল্য শুরু হয় ৩০ হাজার মার্কিন ডলার থেকে। এর আগে ইলন মাস্ক জানিয়েছেন, গ্রুক-২ চ্যাটবট নিয়ে কাজ করতে তাঁদের ২০ হাজার এইচ-১০০ কার্ড প্রয়োজন হয়েছিল।

ভবিষ্যতে গ্রুক-৩ বা এর পরের কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণের জন্য ১ লাখ বা তার বেশি এইচ-১০০ কার্ড প্রয়োজন হতে পারে। সুতরাং ধারণা করা যায়, এই সুপারকমপিউটার তৈরিতে অসংখ্য এইচ-১০০ গ্রাফিকস কার্ড লাগবে। 

এক্সএআই সুপারকমপিউটার তৈরির জন্য সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের সাহায্য নেবে। ইলন মাস্ক ২০২৫ সালের মধ্যে সুপারকমপিউটারটি চালু করার কথা ভাবছেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।