চীন অ্যাপলের আইফোন বিক্রির অন্যতম বড় বাজার। চলতি বছরের এপ্রিলে চীনের বাজারে রেকর্ডসংখ্যক আইফোন বিক্রি হয়েছে।
আইফোনের গত বছরের তুলনায় ৫২ শতাংশ বিক্রি বেড়েছে। এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আইফোনের বিক্রির হার বেশ ধীর ছিল। এক মাসের মধ্যেই বিক্রির হার বেড়ে গেছে।
চীনে বিদেশি ব্র্যান্ডের মুঠোফোনের আমদানি গত বছরের এপ্রিলের চেয়ে চলতি বছরের এপ্রিলে ৫২ শতাংশ বেড়েছে। এ বছর ৩৪ লাখ আইফোন বিক্রি হয়েছে, গত বছর এপ্রিলে বিক্রি হয়েছিল ২৩ লাখ।
চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির তথ্যে এসব পরিসংখ্যান দেখা যায়, যদিও সেখানে অ্যাপলের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।
চীনের স্মার্টফোন বাজারে বিদেশি ফোন নির্মাতাদের মধ্যে অ্যাপল প্রভাবশালী। চীনে বিদেশি ব্র্যান্ড হিসেবে অ্যাপল অন্যদের চেয়ে বেশ এগিয়ে।
গত মার্চে চীনে অ্যাপলের চালানে ১২ শতাংশ বৃদ্ধি দেখা যায়। যদিও বছরের প্রথম দুই মাসে আইফোন বিক্রি ৩৭ শতাংশ কমে যাওয়ার প্রবণতা দেখা যায়।
বাজার বিশ্লেষকেরা মনে করছেন চলতি মে মাসে আইফোনের বিক্রয় আরও বাড়তে পারে। অ্যাপল বিক্রির কৌশল হিসেবে আক্রমণাত্মক কৌশল বেছে নিয়েছে।
অ্যাপল পুরো মে মাস চীনা ই-কমার্স সাইট টিমলে বিক্রির জন্য আক্রমণাত্মক বিজ্ঞাপন ও প্রচারণা চলাচ্ছে। অ্যাপল আইফোনের বিভিন্ন মডেলে ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার পর্যন্ত ছাড় দিচ্ছে।
আইফোন মূল্যহ্রাসের পরিমাণ ফেব্রুয়ারির চেয়ে দ্বিগুণ করেছে। বাজারে হুয়াওয়ের মেট ৬০ ফোন আসার পরেই অ্যাপল আইফোনের দাম কমানোর প্রচারণা শুরু করে।
বাজারের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, চীনে প্রথম তিন মাসে অ্যাপলের চেয়ে হুয়াওয়ের ফোন বেশি বিক্রি হয়েছে। হুয়াওয়ে বিভিন্ন ফ্ল্যাগশিপ দোকান চালু করে খুচরা পরিবেশকদের মাধ্যমে বিক্রির কৌশল নেয়।
সেই কৌশলকে টেক্কা দিতে ই-কমার্স বাজারে অ্যাপল জোরেশোরে প্রচারণা শুরু করে। সামগ্রিকভাবে চীনের স্মার্টফোন বিক্রি এপ্রিলে সাড়ে ২৫ শতাংশ বেড়েছে।
চীনে অ্যাপলের আইফোন বিক্রি বেড়েছে ৫২ শতাংশ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য