নকিয়া পর্তুগালের টেলিযোগাযোগ পরিষেবা কোম্পানি এমইওকে ফাইভজি রেডিও যন্ত্রাংশ সরবরাহ করবে। শিগগিরই এ-সংক্রান্ত একটি চুক্তি পেতে যাচ্ছে কোম্পানিটি।
চীনের হুয়াওয়ে এমইওকে টুজি, থ্রিজি ও ফোরজি রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক যন্ত্রাংশ সরবরাহ করছে। এবারই ফাইভজি যন্ত্রাংশ সরবরাহের চুক্তি পেতে যাচ্ছে ফিনল্যান্ডের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি নকিয়া। চুক্তির বিষয়ে দুই কোম্পানি একমত হলেও এখনো চূড়ান্ত স্বাক্ষর হয়নি।
এমইওকে রেডিও যন্ত্রাংশ সরবরাহ করবে নকিয়া
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য