ফোল্ডেবল স্মার্টফোনের জগতে আধিপত্য ধরে রেখেছে স্যামসাং। তবে এবার একই ধরনের স্মার্টফোন এনে কোম্পানিটিকে চ্যালেঞ্জে ফেলতে যাচ্ছে অনর।
চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনআইপিএ) থেকে জানা গেছে, কোম্পানিটি একটি নতুন ফোল্ডেবল ফোনের ডিজাইন স্বত্ব (পেটেন্ট) পেয়েছে।
অনর ২০২২ সালে ফোনটির স্বত্ব চেয়ে আবেদন করেছিল। চলতি মাসে তাদের আবেদন অনুমোদন হয়েছে। অনন্য ডিজাইনের ফ্লিপ ফোনটি অন্য ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অনরকে এগিয়ে দিতে পারে।
জুলাইয়ে স্যামস্যাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্সে ডিভাইসটি উন্মোচন হওয়ার কথা রয়েছে। মটোরোলার জেড ফিফটি আলট্রা আগামী মাসে বাজারে আসতে পারে।
বিশ্লেষকদের মতে, অনরের নতুন ডিভাইস বাজারে এলে নিশ্চিতভাবেই ভালো প্রতিযোগিতা তৈরি হবে। নতুন এ স্মার্টফোনের নাম সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এর নাম অনর ম্যাজিক ভি ফ্লপ রাখা হতে পারে। ওয়েবসাইটে পাওয়া ডিজাইনের ছবিতে দেখা গেছে, ডিভাইসে ফুল-স্ক্রিন কাভার ডিসপ্লে থাকবে। আর ডুয়াল ক্যামেরা বসানোর জন্য লম্বাকৃতির জায়গা রাখা হয়েছে।
০ টি মন্তব্য