https://powerinai.com/

এআই টুলসে তৈরি হলো ‘ইজেনারেশন’ থিম সং

এআই টুলসে তৈরি হলো ‘ইজেনারেশন’ থিম সং এআই টুলসে তৈরি হলো ‘ইজেনারেশন’ থিম সং
 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ইংরেজী ভাষায় এআই ভিডিও বক্তব্য দিয়ে এবারের বিশ্ব টেলিযোগাযোগ দিবসে পলক এর অ্যাভাটার চমক দিয়েছিলো দেশের একটি স্টার্টআপ পাওয়ার ইন এআই (power in AI)।

এর পর চলতি মাসের শুরুতেই বাংলাদেশকে উদ্ভাবনী হাইটেক নেশন হিসেবে রূপান্তরিত করার প্রত্যয়ে এআই টুলস দিয়ে নিজেদের থিম সঙ্গীত তৈরি করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের দেশী টেকটাইকুন ইজেনারেশন।

সুনো ডটকম এআই টুলস ব্যবহার করে ১ মিনিট ৫৮ সেকেন্ডের এই ভিডিও থিম সঙ্গীতের সুর ও ভোকাল তৈরি করা হয়েছে।

কোম্পানির ভিশন, মিশন ও পোর্টফোলিও এবং কোর ভ্যালুস নিয়ে রচিত লিরিক ইন হাউজ এডিট করা হয়েছে বলে জানিয়েছেন ই-জেনারেশন ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান। 

কোম্পানি কার্যক্রমের ছবি ও ভিডিও যুক্ত করে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের (বিডিএআইও) এআই ইনোভেশন পার্টনার ইজেনারেশেনের থিমসংটি এর মধ্যে ডিজিটাল সোশ্যাল নেটওয়ার্কে বেশ সাড়া ফেলেছে।

এতে এআই, এনএলপি, এমএল, ডাটা সেন্টার, সাইবার সিকিউরিটি,হেলথটেক, ফিনটেক, মডার্ন ওয়ার্কপ্লেস,ক্লাউড বিজনেস অ্যাপ্লিকেশন এবং ইআরপি সলিউশন কার্যক্রমের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানা অর্জনের চিত্রও ফুটে উঠেছে।  

ভিডিও চিত্রের শুরুতেই আছে, ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানের ছবি।

এরপরও লিরিকসে এশিয়ার মধ্যমনি হিসেবে এআই থেকে সাইবার বিশ্বে নেতৃত্ব দিতে উদ্ভাবনী সল্যুশন উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বিলিয়ন জনগোষ্ঠীকে ছুঁয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত আলোকিত করতে প্রতিটি কোড নিজেরাই লিখবে বলে জানিয়েছে ইজেনারেশন।

প্রতিষ্ঠানটি এখন সমস্যার সমাধানকারী ভোক্তা কেন্দ্রিক ইনোভেটিভ গাইড নিয়ে উপহার দেয়ার কাজ করছে। চাইছে স্বকীয়তায় টিম ওয়ার্কের মাধ্যমে যথাযসময়ে প্রয়োজনীয় সল্যুশন দিয়ে এক্সট্রা মাইল চলার।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।