স্মার্ট টেবিল তৈরি করেছে ওয়ালটন। এই টেবিলে চা-কফি যেমন তৈরি করা যাবে, তেমনি টেবিলে স্মার্টফোন রাখলেই সেটি চার্জ হতে থাকবে।
এই টেবিলে আরও রয়েছে পানি বা কোমল পানীয় ঠান্ডা করার ব্যবস্থাও। এ জন্য আছে দুটি কুলার ড্রয়ার। টেবিলটিতে রয়েছে ইউএসবি পোর্টসহ নানা রকম প্রযুক্তিগত ফিচার।
স্মার্ট টেবিল নিয়ে ওয়ালটন ফ্রিজের পণ্য ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ‘আমরা এটাকে বলছি ডিজি (ডিজিটাল) টেবিল, এই টেবিলে অনেক রকম ফিচার রয়েছে।
যা ঘর বা অফিসের সৌন্দর্য আরও বাড়াবে ও ঘরকে করে তুলবে আরও স্মার্ট। এই টেবিল চলতি বছরের শেষ দিকে আমরা বাজারে আনব।
পাশাপাশি আমরা ছোট আকারের স্মার্ট টেবিলের কথাও ভাবছি। স্মার্ট টেবিলের দাম হবে ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে।
০ টি মন্তব্য