https://powerinai.com/

কারিগরি ত্রুটির জন্য চারটি মডেলের গাড়ি ফেরত নিচ্ছে টেসলা

কারিগরি ত্রুটির জন্য চারটি মডেলের গাড়ি ফেরত নিচ্ছে টেসলা কারিগরি ত্রুটির জন্য চারটি মডেলের গাড়ি ফেরত নিচ্ছে টেসলা
 
টেসলা গত জানুয়ারি মাসে ক্যামেরার ত্রুটির জন্য নিজেদের তৈরি এস, এক্স ও ওয়াই মডেলের দুই লাখ গাড়ি ফেরত নিয়েছে।

পরে প্রতিষ্ঠানটি সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ত্রুটি সমাধান করে। সম্প্রতি টেসলার তৈরি সাইবারট্রাকের অ্যাকসিলারেটর প্যাডেলেও ত্রুটি দেখা দেয়।

ফলে টেসলা বাধ্য হয়েই অ্যাকসিলারেটর প্যাডেলের ত্রুটি মেরামতের জন্য নিজেদের সরবরাহ করা সব সাইবারট্রাক ফেরত নেওয়ার ঘোষণা দেয়।

সাইবারট্রাক ফেরত নেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার কারিগরি ত্রুটির জন্য ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি  আরও চারটি মডেলের লক্ষাধিক টেসলা গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে।
গাড়ির সিটবেল্টে থাকা সেন্সরে ত্রুটি থাকায় নিজেদের তৈরি ১ লাখ ২৫ হাজার ২২৭টি টেসলা গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা।

সিটবেল্টের এ ত্রুটির ফলে গাড়ি কোনো দুর্ঘটনার শিকার হলে ক্ষয়ক্ষতির ঝুঁকি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এসব যানবাহন নিরাপত্তা শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।

এ ত্রুটির জন্য চালক গাড়ির সিটবেল্ট না বাধলেও কোনো সতর্কবার্তা পাওয়া যায় না। গাড়ির সিটবেল্টের সেন্সরের ত্রুটি থাকা গাড়ির মডেলগুলো হলো ২০১২-২০২৪ মডেল এস, ২০১৫-২০২৪ মডেল এক্স, ২০১৭-২০২৩ মডেল ৩ ও ২০২০-২০২৩ মডেল ওয়াই। টেসলা জানিয়েছে, এসব গাড়ি ফেরত নেওয়ার পর এ মাসের মধ্যে দ্রুত সেন্সরের ত্রুটি সমাধান করা সম্ভব হবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।