জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে অ্যাপটির বিরুদ্ধে ব্র্যান্ড, প্রতিষ্ঠান এবং তারকাদের অ্যাকাউন্ট লক্ষ্য করে সাইবার আক্রমণের।
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স অভিযোগ স্বীকার করে জানিয়েছে, খুব সীমিতসংখ্যক অ্যাকাউন্ট এই হামলার শিকার হয়েছে।
বাইটড্যান্স অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারের জন্য অ্যাকাউন্ট মালিকদের সঙ্গে কাজ করছে। তবে কারা এই সাইবার হামলা পরিচালনা করেছে, প্রতিষ্ঠানটি সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানায়নি।
হামলার শিকার হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে সংবাদ মাধ্যম সিএনএনের নাম। এই বিষয়ে টিকটকের মুখপাত্র বলেন, অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের জন্য আমরা এক সঙ্গে কাজ করেছি।
টিকটক জানিয়েছে, সিএনএনএর অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের পর সুরক্ষার জন্য আমরা নতুন নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন করব। তবে সিএনএন বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি।
টিকটক আরও জানায় জনপ্রিয় টিভি তারকা প্যারিস হিলটনের অ্যাকাউন্টকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে এটিতে আক্রমণ করা হয়নি। হিলটনের যার অ্যাকাউন্টটিতে রয়েছে ১০ মিলিয়নেরও বেশি ফলোয়ার।
চলতি বছরই টিকটক নিষিদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে নতুন আইন পাস হয়েছে। বাইটড্যান্স আগামী বছরের মধ্যে টিকটকের শেয়ার বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক।
০ টি মন্তব্য