এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপে’ মেলায় এআই প্রযুক্তির ল্যাপটপ এনেছে আসুস। মাইক্রোসফটের ‘কো-পাইলট প্লাস’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ল্যাপটপগুলো কাজে লাগিয়ে সহজেই এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করা যাবে।
‘প্রোআর্ট পি১৬’, ‘পিএক্স ১৩’ ও ‘পিজেড ১৩’ মডেলের ল্যাপটপগুলোতে এএমডি রাইজেন এআই ৩০০ সিরিজের প্রসেসরসহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের শক্তিশালী গ্রাফিকস কার্ড রয়েছে।
ফলে কনটেন্ট নির্মাতারা সহজেই ভালো মানের কনটেন্ট তৈরি করতে পারবে। কম্পিউটেক্সে উন্মুক্ত করা ‘জেনবুক এস ১৬’ মডেলের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডির রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর।
পাতলা গড়নের ল্যাপটপটি বেশ হালকা হওয়ায় সহজেই বহন করা যায়। ‘ভিভোবুক এস ১৫’ ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর।
ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ স্টুডিও ইফেক্টস ও আসুসের এআইসেন্স ক্যামেরাও। আসুস গেমারদের জন্য ‘টাফ গেমিং এ১৪’ ও ‘টাফ গেমিং এ১৬’ মডেলের দুটি ল্যাপটপও এনেছে।
ল্যাপটপগুলোয় এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের গ্রাফিকস কার্ড রয়েছে।








০ টি মন্তব্য