https://powerinai.com/

ক্রোম নিয়ে আসছে মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচার

ক্রোম নিয়ে আসছে মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচার ক্রোম নিয়ে আসছে মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচার
 
গুগল ক্রোম অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য মিনিমাইজড কাস্টম ট্যাবস নামে নতুন ফিচার চালু করেছে। ফিচারটি ব্যবহারকারীদের ওয়েব পেইজকে ফ্লোটিং বা ভাসমান উইন্ডোতে পরিণত করবে।

এতে অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে মাল্টিটাস্কিং করতে পারবে ব্যবহারকারীরা। সাধারণত কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সেটা সরাসরি ক্রোম ব্রাউজার দিয়ে খুলে যায়।

তখন অ্যাপটি বন্ধ হয়ে যায় কিন্তু নতুন এ ফিচারের মাধ্যমে লিংক খোলার পর ব্যবহারকারী তা মিনিমাইজ করে রাখতে পারবে।

মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচারটি ওয়েবসাইটের নামের পাশাপাশি ওপরের ব্যানারে নিম্নমুখী বাটন হিসেবে থাকবে। বাটনটি চাপলে ট্যাবটি একটি পিকচার ইন পিকচার (পিআইপি) মোডে একটি ফ্লোটিং বা ভাসমান উইন্ডোয় পরিণত হবে। 

গুগল জানিয়েছে, এ ইন্টিগ্রেশনটি ওয়েব ব্রাউজিংয়ের সঙ্গে মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা আরো সহজ করবে। সহজেই অ্যাপ ও ওয়েব কনটেন্টের মধ্যে সুইচ করতে পারবে ব্যবহারকারীরা।
মিনিমাইজড ট্যাবটিকে তার আগের পূর্ণ আকারে আনতে ব্যবহারকারীদের কেবল ফ্লোটিং উইন্ডোয় ট্যাপ করতে হবে।গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ক্রোম অ্যাপ সর্বশেষ সংস্করণে আপডেট করার পর ব্যবহার করতে পারবেন।

যদিও এর আগে অ্যান্ড্রয়েডে ভিডিও প্লেব্যাকের জন্য পিকচার ইন পিকচার বা পিআইপি মোডের ফিচার ছিল। তবে গুগল এখন ফিচারটি নিয়ে এসেছে অ্যান্ড্রয়েডে মাল্টিটাস্কিং আরো সহজ করতে।

বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন করবে।  

ক্রোম ব্রাউজার উন্নত করার পাশাপাশি ব্যবহারকারীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। গুগল ক্রোম ব্রাউজারে সার্কেল টু সার্চ ফিচারটির একটি সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।