আপনি চাইলে ওয়েবসাইট বানানো কাজ শিখে মোটামুটি মানের একটি ওয়েবসাইট বানিয়ে সেটি বিক্রি করে ২০২৪ সালে অনলাইনে ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে শুধু একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। কোডিং না জানলে ও হবে,আপনি ওয়ার্ডপ্রেস বা ব্লগারে একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে কিছু লেখা পাবলিশ করে সেটি মনিটাইজ করে বিক্রি করতে পারেন।
এখন এডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইটের দাম প্রায় ১২-২৪ হাজার টাকা। তাই, আপনি চাইলেই অনলাইনে ইনকাম করার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। ট্র্যাফিক কোয়ালিটি ভেদে এডসেন্স ওয়েবসাইটের দামে বিভিন্ন তারতম্য দেখা যায়, যেমনঃ সদ্য অ্যাপ্রুভ হওয়া সম্ভাব্য ওয়েবসাইটের বর্তমান দামঃ ১৩-২৩ হাজার, পিন ভেরিফাইড করা ওয়েবসাইটের বর্তমান দামঃ ২০-৩৫ হাজার, পেমেন্ট রিসিভ হওয়া ওয়েবসাইটের বর্তমান দামঃ ৩০- ১ লাখ +।
অনলাইনে আয় করুন ওয়েবসাইট বিক্রি করে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য