নাথিং কোম্পানিরি সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের প্রথম ফোন উন্মোচন করতে চলেছে। নতুন এই ফোনের মডেল সিএমএফ ফোন ১। এটি একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন হতে চলেছে বলে জানা গেছে।
মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট থাকবে সিএমএফ ফোন ১ মডেলে। ইতিমধ্যেই এক্স মাধ্যমে এই ফোনের একটি সম্ভাব্য ছবি প্রকাশ্য এসেছে। মূলত ফোনের ব্যাক প্যানেল দেখা যাচ্ছে সেই ছবিতে।
সম্প্রতি এক্স মাধ্যমে সিএমএফ ফোন ১ মডেলের কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে সিএমএফ ফোন ১ মডেলে থাকতে পারে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর।
সিএমএফ ফোন ১ মডেলে একটি মাইক্রো এসডি কার্ডের স্লট থাকবে। এই টিপস্টার এক্স মাধ্যমে সিএমএফ ফোন ১ মডেলের একটি সম্ভাব্য ছবিও শেয়ার করেছে যা তৈরি করেছেন এক্স মাধ্যমের ইউজার রাহুল জনার্ধনান।
এই ছবিতে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি সাজানো রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, অনেকটা নাথিং ফোন ২- এর মতো।
ফোনের নীচের অংশে রয়েছে একটি ছোট গোলাকার চাকতির মতো জিনিস। সিএমএফ বাডস- এ এই ফিচার দেখা গিয়েছে।
এর আগে এক্স মাধ্যমে সিএমএফ ফোন ১ মডেলের যে ছবি প্রকাশ্যে এসেছিল এক্স মাধ্যমেও সেখানেও এই গোলাকার চাকতির মতো অংশ ফোনের ব্যাক প্যানেলের নীচের দিকের অংশে দেখা গিয়েছিল।
এতদিন নাথিং সংস্থা যে সমস্ত ফোন লঞ্চ করেছে সেখানে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গিয়েছিল। সিএমএফ ফোন ১- এর ক্ষেত্রে এই জাতীয় রেয়ার প্যানেল নেই। বরং কমলা রঙের লেদার ফিনিশ লক্ষ্য করা গিয়েছে।
ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল যেমন নেই তেমনই নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ- এর এই ফোনে দেখা যায়নি গ্লিফ ইন্টারফেস।
সিএমএফ ফোন ১- এর ছবিতে ব্যাক প্যানেলের নীচের দিকে একটি স্ক্রু-এর মতো অংশ দেখা গিয়েছে। এটি পাওয়ার বাটন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কী থাকছে সিএমএফ ফোন ১ স্মার্টফোনে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য