গুগল ফটোজ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এআইনির্ভর ফটো এডিটিং টুল ম্যাজিক এডিটরের পরিধি বাড়াচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে নতুন এ টুল যুক্ত করছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
মে মাসে প্রথম এ টুলটির বিষয়ে ঘোষণা দেয়া হয়। ব্যবহারের জন্য চালুর পর থেকে ছবি সম্পাদনায় এটি বিভিন্ন সুবিধা দিয়ে আসছে।
গুগল ফটোজে প্রবেশ করে বাম দিকে নিচে নতুন কোনো বাটন থাকলে সেটি ক্লিক করে ম্যাজিক এডিটরে প্রবেশ করা যাবে। পিক্সেল ছাড়া অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও বিনামূল্যে এটি ব্যবহার করা যাবে।
মে মাসে প্রথম এ টুলটির বিষয়ে ঘোষণা দেয়া হয়। ব্যবহারের জন্য চালুর পর থেকে ছবি সম্পাদনায় এটি বিভিন্ন সুবিধা দিয়ে আসছে।
০ টি মন্তব্য