https://gocon.live/

লাইসেন্স পেতে যাচ্ছে ৭ নতুন আইএসপি

লাইসেন্স পেতে যাচ্ছে ৭ নতুন আইএসপি লাইসেন্স পেতে যাচ্ছে ৭ নতুন আইএসপি
 
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের লাইসেন্স ইস্যু অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (এলআইএমএস) গত মে মাস পর্যন্ত আট মাসে জমা পড়েছে ৬৬৯টি ক্যাটাগরিভিত্তিক লাইসেন্সের আবেদন।

ইন্টারনেট সেবাদাতাদের নতুন করে লাইসেন্স দেয়ার অংশ হিসেবে বরিশাল বিভাগ, বরিশাল জেলা, চাঁদপুর সদর, রাউজান, কুমিল্লা সদর দক্ষিণ, চট্টগ্রাম ইপিজেড উপজেলা ও থানার আবেদন মূল্যায়নে প্রথম ধাপে পূর্বানুমোদনের সাড়া পেয়েছে সাতটি প্রতিষ্ঠান। 

সবুজ সঙ্কেত পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রাকা এন্টারপ্রাইজ, কমপিউটার ডটনেট, আবির অনলাইন সিস্টেম, রিও কমিউনিকেশন, ফারহা ডটকম, মেটা অনলাইন এবং স্পিড নেটওয়ার্ক সলিউশন। 

জমা পড়া আবেদন থেকে ধাপে ধাপে মূল্যায়ন প্রক্রিয়ায় নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনগুলোকে লাইসেন্স দেয়ার জন্য বিবেচনা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে লাইসেন্স ইস্যু অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) চালু করে বিটিআরসি।

সেদিন থেকে এলআইএমএসের মাধ্যমে বিভাগীয়, জেলা, উপজেলা/থানা পর্যায়ে আইএসপি লাইসেন্সের আবেদন গ্রহণ শুরু করে বিটিআরসি।
সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, একটি নতুন আইএসপি লাইসেন্সের জন্য সর্বোচ্চ পাঁচটি আবেদন পড়ার বাধ্যবাধকতা ছিলো। কিন্তু গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৬১০টি আবেদন পড়েছিলো।

মূল্যায়নের সময় দেখা যায়, দুই বিভাগ, ৩০ জেলা ও ২২০টি থানায় একটি লাইসেন্সের বিপরীতে নির্ধারিত পাঁচটি আবেদন জমা পড়েনি।

এলআইএমএস পদ্ধতিতে নতুন আবেদন বন্ধ থাকায় অনেকেই আবেদন গ্রহণ করতে পারছিল না। তাই নির্ধারিত নিয়মে একটির বিপরীতে জমা পড়া আবেদন মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রমের জন্য কমিশন বিবেচনা করে।

পাশাপাশি যেখানে নিয়ম অনুযায়ী আবেদন জমা পড়েনি, সেখানে আবার আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এরপর চলতি বছরের ১৭ এপ্রিল বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক সাজেদা পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত লাইসেন্স ইস্যুয়েন্স ও ম্যানেজমেন্ট সিস্টেমের (এলআইএমএস) মাধ্যমে নতুন আইএসপি লাইসেন্স প্রত্যাশী সব প্রতিষ্ঠানকে কমিশন বরাবর আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জনস্বার্থে কমিশন হতে নতুন আইএসপি লাইসেন্স প্রত্যাশী সব প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ পুনরায় চালু করা হলো। বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে চার ক্যাটাগরিতে ২ হাজার ৮০৪টি প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স আছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।