গ্রাহকদের জন্য ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড চালু করেছে মিডল্যান্ড ব্যাংক (এমডিবি)। ফলে এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের মোবাইল অ্যাপের (মিডল্যান্ড অনলাইন) মাধ্যমে যেকোন সময় যেকোন স্থান থেকে তার ডিপিএস অথবা এফডিআরের বিপরীতে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড সেবাটি গ্রহণ করতে পারবেন ব্যাংকের গ্রাহকরা।
নতুন এই সেবা বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান বলেছেন, প্রযুক্তি নির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ব্যাংকটি তার গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান প্রদান করে থাকে। ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অধীনে ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড একটি নতুন সংযোজন।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে নতুন এই সেবাটির জন্য বিশেষভাবে ডিজাইনকৃত প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সেবাটি উন্মোচন করা হয়।
ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মো. রাশেদ আকতার এবং হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য