অনেকেই খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) বিভিন্ন তথ্য পোস্ট করার পাশাপাশি নিয়মিত সরাসরি ভিডিও সম্প্রচার করেন।
এত দিন বিনা মূল্যে সরাসরি ভিডিও সম্প্রচার করা গেলেও শিগগিরই অর্থের বিনিময়ে এ সুবিধা ব্যবহার করতে হবে বলে এক বার্তায় জানিয়েছে এক্স।
ফলে চাইলেই সব ব্যবহারকারী এক্সে সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারবেন না। এক্সের তথ্যমতে, এক্সের প্রিমিয়াম সংস্করণে লাইভ স্ট্রিম করা যাবে।
অর্থাৎ শুধু প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরাই সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারবেন। এটি খুব শিগগির শুরু হবে। আর তাই লাইভ ভিডিও সম্প্রচারের জন্য প্রিমিয়াম সংস্করণে নিবন্ধন করুন।
এক্সের মালিকানা নেওয়ার পর বিজ্ঞাপনের পরিমাণ কমতে থাকায় অর্থের বিনিময়ে প্রিমিয়াম সংস্করণ চালু করেন ইলন মাস্ক।
প্রিমিয়াম সংস্করণ ব্যবহারে বাধ্য করতে বিভিন্ন ধরনের বিধিনিষেধও যুক্ত করেন তিনি। আর তাই এক্সে নিয়মিত বিভিন্ন সুবিধা যুক্ত করা হলেও সেগুলো সব ব্যবহারকারী ব্যবহার করতে পারেন না।
বর্তমানে সরাসরি ভিডিও সম্প্রচার সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকলেও এবার তা প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ করতে যাচ্ছে এক্স।
এক্সের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারের জন্য প্রতি মাসে ৮ ডলার এবং বছরে ৮৪ ডলার গুনতে হয়। তাই প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এক্স।
বর্তমানে এক্সের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা অ্যাকাউন্টে নীল টিক যুক্তের পাশাপাশি ক্রিয়েটর সাবস্ক্রিপশন, বড় আকারের পোস্ট দেওয়াসহ এক্সে নতুন চালু করা সব সুবিধা ব্যবহার করতে পারেন।
০ টি মন্তব্য