https://powerinai.com/

সার্কেল টু সার্চে অডিও সার্চ ফিচার যুক্ত করছে গুগল

সার্কেল টু সার্চে অডিও সার্চ ফিচার যুক্ত করছে গুগল সার্কেল টু সার্চে অডিও সার্চ ফিচার যুক্ত করছে গুগল
 
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে দ্রুত নির্দিষ্ট তথ্য খুঁজে দিতে গত জানুয়ারি মাসে ‘সার্কেল টু সার্চ’ সুবিধা চালু করে গুগল।

প্রাথমিকভাবে স্যামসাং ও  পিক্সেল  স্মার্টফোনে পাওয়া গেলেও বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি নির্দিষ্ট মডেলের ফোনে এ সুবিধা ব্যবহার করা যায়।

এ সুবিধা কাজে লাগিয়ে ফোনে ভিডিও দেখার সময় বিভিন্ন দৃশ্যে থাকা পণ্যের ছবি নির্বাচন করে সে বিষয়ে সরাসরি গুগলে সার্চের ফলাফল জানা সম্ভব।

অর্থাৎ ভিডিওতে থাকা যেকোনো ব্যক্তির চশমা সার্কেলিং করলে নিচে চশমাটি সম্পর্কিত বিস্তারিত তথ্য গুগল সার্চের মাধ্যমে দেখার সুযোগ মিলে থাকে।

ব্যবহারকারীদের আরও দ্রুত নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়ার সুযোগ দিতে সার্কেল টু সার্চে অডিও সার্চ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। 
গুগল অ্যাপের পরীক্ষামূলক হালনাগাদ সংস্করণে (ভি ১৫.২৪.২৮.২৯) থাকা সার্কেল টু সার্চে অডিও সার্চ সুবিধা যুক্ত করা হয়েছে।

সুবিধাটির ম্যানুয়াল সার্চবক্স আইকন ও গুগল ট্রান্সলেট আইকনের মধ্যে একটি নতুন মিউজিক নোট আইকন রয়েছে। আইকনটি ট্যাপ করে সার্কেল টু সার্চে অডিও সার্চ–সুবিধা চালু করা যাচ্ছে। 

সার্কেল টু সার্চে অডিওর সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে থাকায় বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মিউজিক নোট আইকনে ট্যাপ করার পর ভিডিওতে থাকা বিভিন্ন গান বা সুরের বিস্তারিত তথ্য গুগল সার্চের মাধ্যমে জানা যাবে।

এ ছাড়া ভয়েস সার্চের মাধ্যমেও ভিডিওতে থাকা বিভিন্ন পণ্যের তথ্য জানা যেতে পারে। তবে কবে নাগাদ এ সুবিধা উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।