ফ্ল্যাগশিপে নতুন মডেল নর্ড সিই-৪ লাইট ফাইভজি ঘোষণা করল প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস। বাংলাদেশে ডিভাইসটি উন্মোচন করেছে ব্র্যান্ড নির্মাতারা।
প্রি-অর্ডারে আকর্ষণীয় সব সুযোগ ছাড়াও থাকছে উপহার। পণ্যের আস্থা নিশ্চিতে বাংলাদেশ সরকারের পরীক্ষায় মানোত্তীর্ণ হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত ফাইভজি ঘরানার মডেলটি।
ব্যাটারি ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ার। পূর্ণ চার্জে দুদিন পর্যন্ত ডিভাইসটি স্বাভাবিকভাবে ব্যবহারযোগ্য। চার্জিং ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট। মাত্র ৫২ মিনিটেই ফোনের এক শতাংশ থেকে শতভাগ চার্জ হয়ে যাবে।
ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড। যার ব্রাইটনেস ২১০০ নিট পর্যন্ত বাড়ানো সম্ভব। এলসিডি প্রযুক্তির তুলনায় মডেলের ইল্যুমিনেশন, কালার ইউনিফর্মিটি, ভিউয়িং অ্যাঙ্গেল ও লাইফস্প্যানে মানোন্নয়ন করা হয়েছে নির্মাতারা জানান।
ট্রিনিটি ইঞ্জিন-চালিত স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম; যা মডেলের নিরবচ্ছিন্ন পারফরমেন্স, দ্রুততম ফাইল শেয়ারিং, গেমিং ও ২.০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) গতির ডাউনলোড স্পিড নিশ্চিত করার মাধ্যমে সংযোগে নিশ্চয়তা দেবে।
স্মার্টফোনপ্রেমী ও ওয়ানপ্লাস ফ্যানরা এখন ডিভাইসটি প্রি-অর্ডার করার মাধ্যমে অনন্য ফিচার ও দারুণ সব সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
অনলাইনে দারাজ, পিকাবু, ডলবিয়ার ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডার করা সবাই পাবেন আকর্ষণীয় গিফট বক্স।
রঙের বৈচিত্র্যে আছে মেগা ব্লু ও সুপার সিলভার। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা।
০ টি মন্তব্য