প্রতিদিনের যোগাযোগের ক্ষেত্রে আমরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াট্সঅ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় সারাদিন হোয়াট্সঅ্যাপ গ্রুপের ম্যাসেজ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
এই ধরনের গ্রুপ পরিচালনা করার জন্য সাধারণত এক জন পরিচালক বা অ্যাডমিন থাকেন। চেনা-অচেনা মানুষ, যাঁদের ফোন নম্বর ফোনে সেভ করা আছে বা নেই, তাঁদের সকলকে একজোট করাই তাঁদের উদ্দেশ্য।
কিন্তু এই ধরনের প্রচারমূলক গ্রুপে কাউকে অন্তর্ভুক্ত করতে সাধারণত অনুমতির প্রয়োজন পড়ে না। তাই খুব সহজেই যে কোনও ব্যক্তিকে ‘অ্যাড’ করে সদস্য সংখ্যা বাড়িয়ে তোলা যায়।
এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গ্রুপ গুলো থেকে লিভ নিতে হয়। তবে পুরানো গ্রুপের অ্যাডমিন যেন আপনাকে আবার কোনো গ্রুপে অ্যাড না করতে পারে সেই জন্য অ্যাডমিনকেই ব্লক করে দিতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোনের যেভাবে করবেন:
প্রথমে হোয়াট্সঅ্যাপ খুলতে হবে। সেখান থেকে সেটিংস অপশন-এ ক্লিক করতে হবে। এবার প্রাইভেসি অপশন-এ ক্লিক করুন।
কোনও ফোন নম্বর ব্লক করতে গেলে ‘+’ বোতাম টিপতে হবে। সেখান থেকে ফোনে সেভ করা নম্বর ব্লক লিস্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আইফোনে যেভাবে করবেন:
প্রথমে হোয়াট্সঅ্যাপ-এ ক্লিক করতে হবে। তার পর সেটিংস-এ গিয়ে প্রাইভেসি অপশন-এ ক্লিক করতে হবে। সেখান থেকে যে ফোন নম্বরটি ব্লক করতে চান, সেটি অ্যাড করে নিলেই হবে।
০ টি মন্তব্য