https://powerinai.com/

সিম কার্ড নকল করে কীভাবে প্রতারণা করছে হ্যাকাররা

সিম কার্ড নকল করে কীভাবে প্রতারণা করছে হ্যাকাররা সিম কার্ড নকল করে কীভাবে প্রতারণা করছে হ্যাকাররা
 
ফোন নম্বর সুরক্ষিত রাখা খুব গুরুত্বপূর্ণ। কারণ, ব্যাংক হিসাব, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর যুক্ত থাকে।

সাইবার অপরাধীরা মুঠোফোন সংযোগের সিম কার্ড সোয়াপ করে ব্যক্তির ফোন নম্বরের দখল নিয়ে নেয়। এই সিম সোয়াপ একধরনের হ্যাকিং কৌশল, যার মাধ্যমে সাইবার অপরাধীরা কারও সিম কার্ড নকল করে বা দখল নিয়ে নেয়।

কৌশলে সিম কার্ড নকল করার পর সেই ব্যক্তির বিভিন্ন অ্যাকাউন্টের সুরক্ষাব্যবস্থা যেমন টু ফ্যাক্টর অথেনটিকেশন বদলে ফেলে।

তারপর সামাজিক যোগাযোগমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠানসহ ব্যক্তির ব্যক্তিগত তথ্যের দখল নেয় সাইবার অপরাধীরা আর যে ব্যক্তির সিমের দখল নেওয়া হয়েছে বা সিম সোয়াপ করা হয়েছে, তিনি সেটা সহজে বুঝতেও পারেন না। 

যেভাবে সিম সোয়াপ হয়
সিম সোয়াপ বা সিম নকল করে দখলের কারণ জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক যেভাবে সিম সোয়াপ হয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং: ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সিম সোয়াপ বা সিমের দখল নিতে পারে হ্যাকাররা।

এ জন্য তারা ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ কৌশলের আশ্রয় নিয়ে ব্যক্তিকে প্রতারিত করতে পারে। ফিশিং কল, এসএমএস, ই–মেইল পাঠিয়ে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সিম সোয়াপ করতে পারে। 

তথ্য চুরি
যদি তথ্য চুরির ঘটনা ঘটে, তবে সাইবার অপরাধীরা সহজেই কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। ব্যক্তির নাম, ফোন নম্বর, ঠিকানা প্রভৃতি সংগ্রহ করে সাইবার অপরাধীরা সিম সোয়াপ করতে পারে। 

দুর্বল যাচাইকরণ ব্যবস্থা 
দুর্বল যাচাইকরণ ব্যবস্থার কারণেও সিম সোয়াপ হয়ে থাকে। সিম প্রদানকারী প্রতিষ্ঠান যদি যথাযথভাবে ব্যক্তির পরিচয় যাচাই না করে তবে সাইবার অপরাধীরা সংগৃহীত তথ্য ও নথি দিয়ে সেই ব্যক্তির সিম তুলে নিতে পারে। 
সিম সোয়াপ হয়েছে কি না, যেভাবে বোঝা যাবে
সিম সোয়াপ হয়েছে কি না, তার লক্ষণ জানা থাকলে ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যেতে পারে। দেখে নেওয়া যাক। 

হঠাৎ সিমের সেবা বন্ধ হওয়া 
হঠাৎ করে যদি সিমের সেবা বন্ধ হয়ে যায় তবে সতর্ক থাকতে হবে। নেটওয়ার্ক রয়েছে এমন এরিয়াতে থাকলেও নো সার্ভিস বা ইমারজেন্সি কলস অনলি অনেক সময় ধরে দেখলে সাবধান হতে হবে। 

কল ও এসএমএস সেবা ব্যবহার করতে না পারা
দীর্ঘ সময় ধরে যদি কল ও এসএমএস সেবা ব্যবহার করা না যায়, তবে সতর্ক থাকতে হবে। সিম নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভ হলে এমন হতে পারে আর ব্যক্তির অজান্তে তার সিম ডিঅ্যাক্টিভ হলে তাতে সিম সোয়াপ হওয়ার শঙ্কা থাকে। 

সিম পরিবর্তনের বার্তা
ব্যক্তির অজান্তে যদি সিম পরিবর্তন করা হয়েছে—এমন বার্তা আসে, তবে তৎক্ষণাৎ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম ও প্রবেশ করতে না পারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকসহ বিভিন্ন অ্যাকাউন্টে যদি সন্দেহজনক কার্যক্রম দেখা যায় এবং এসব অ্যাকাউন্টে প্রবেশ করা না যায়, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। 

যেভাবে সুরক্ষিত থাকা যাবে 
সিম সোয়াপ বা যেকোনো ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখা খুবই জরুরি। কারণ, সুরক্ষিত না থাকলে ব্যক্তিগত ও আর্থিক ক্ষতি হতে পারে। দেখে নেওয়া যাক, কীভাবে সিম সোয়াপ প্রতারণা কৌশল থেকে সুরক্ষিত থাকা যায়। 

হিসাবের নিরাপত্তা বৃদ্ধি 
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব অ্যাকাউন্টের জন্য শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সেগুলো নিয়মিত পরিবর্তন করতে হবে। খুবই সাধারণ তথ্য দিয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে না। 

টু ফ্যাক্টরে এসএমএসের বিকল্প  
অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। তবে টু ফ্যাক্টর অথেনটিকেশন প্রক্রিয়ার কোডপ্রাপ্তি এসএমএস নির্ভর না হয়ে বিকল্প পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।