ভাষার রূপান্তরে অনলাইনে বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম গুগল ট্রান্সলেট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে আরও ১১০টি নতুন ভাষা যুক্ত করছে গুগল।
এর মধ্যে ক্যান্টোনিজ, পাঞ্জাবি ও মাড়ওয়ারি উল্লেখযোগ্য। নতুন যুক্ত মোট ভাষার এক-তৃতীয়াংশ এসেছে আফ্রিকা থেকে। এসব ভাষায় কথা বলা জনগোষ্ঠীর সংখ্যা ৬১ কোটি ৪০ লাখের বেশি।
নতুন ভাষা যুক্ত করার জন্য নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করেছে টেক জায়ান্টটি। গুগল ট্রান্সলেটে এর আগে কখনো এতগুলো ভাষা একসঙ্গে যুক্ত করা হয়নি।
আগে কেবল ১৩৩টি ভাষা অনুবাদ করতে পারত গুগল ট্রান্সলেট। নতুন আপডেটের পর মোট ২৪৩টি ভাষায় অনুবাদ করতে পারবে প্ল্যাটফর্মটি।
যেকোনো ব্রাউজার থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে গিয়ে এসব ভাষায় অনুবাদ করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের অ্যাপ থেকেও এসব ভাষা অনুবাদ করা যাবে।
২০২২ সালে প্ল্যাটফর্মটিতে ১ হাজার ভাষা যুক্ত করার উদ্যোগ নেয় গুগল। সবশেষ ১১০টি নতুন ভাষা যুক্ত করার বিষয়টি সেই উদ্যোগেরই অংশ।
০ টি মন্তব্য