সাধারণত মেসেজিং প্ল্যাটফর্মগুলোতে কোনো বার্তা পাঠানো হলে প্রাপক যদি তা পড়ে দেখে, প্রেরকের অ্যাকাউন্টে সিন হিসেবে তা মার্ক হয়।
ফলে প্রেরক বুঝতে পারেন, বার্তাটি পড়া হয়েছে কি হয়নি। তবে হোয়াটসঅ্যাপ নতুন এক ফিচার চালু করেছে। যার মাধ্যমে সিন অপশনটি হাইড করে রাখা যায়।
অর্থাৎ বার্তার প্রাপক মেসেজটি পড়েছে কি না তা আর বোঝার কোনো উপায় থাকে না প্রেরকের। ফলে প্রাপক-প্রেরকের অগোচরেই লুকিয়ে মেসেজ পড়ে ফেলতে পারেন।
এবার সম্ভবত ইনস্টাগ্রামও ও হোয়াটসঅ্যাপ ও ‘সিন স্ট্যাটাস’ সরিয়ে দেওয়ার ফিচার যুক্ত করবে। নতুন এই ফিচার সম্পর্কে বলেছেন অনলাইনে প্রযুক্তিগত বিষয়ের আগাম তথ্য ফাঁসকারী আলেকসান্দ্রো পালুজি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পালুজি বলেছেন, ‘ডিজাবেল সিন স্ট্যাটাস’ ইনস্টাগ্রামের প্রাইভেসি ও সেফটি ম্যুড অপশনে যুক্ত হতে যাচ্ছে। তবে এ ইস্যুতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
০ টি মন্তব্য