https://powerinai.com/

ফক্সকনের বিরুদ্ধে এবার নড়েচড়ে উঠেছে ভারতের মানবাধিকার কমিশন

ফক্সকনের বিরুদ্ধে এবার নড়েচড়ে উঠেছে ভারতের মানবাধিকার কমিশন ফক্সকনের বিরুদ্ধে এবার নড়েচড়ে উঠেছে ভারতের মানবাধিকার কমিশন
 
সম্প্রতি বিবাহিত মহিলাদের চাকরি না দেওয়ার অভিযোগ ওঠে আইফোনের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের বিরুদ্ধে।

এবার এই ঘটনায় নড়েচড়ে বসল ভারতের জাতীয় মানবাধিকার কমিশন। গত সোমবার দেশটির কেন্দ্রীয় সরকার ও তামিলনাড়ু সরকারকে এই বিষয়ে নোটিশ পাঠাল কমিশন।  

জাতীয় মানবাধিকার সংস্থার তরফে দুটি চিঠি পাঠানো হয়েছে। একটি পাঠানো হয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সচিবকে। অন্য চিঠিটি পাঠানো হয়েছে তামিলনাড়ু সরকারের মুখ্য সচিবকে।

পুরো ঘটনাটি বিস্তারিত জানতে চাওয়া হয়েছে মানবাধিকার কমিশনের তরফে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এই প্রসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, বিবাহিত মহিলাদের চাকরি না দেওয়ার বিষয়টি যদি সত্যি হয়, তাহলে তা খুবই গুরুতর অভিযোগ।
এই ধরনের ঘটনা আসলে মানবাধিকার ভঙ্গের সামিল। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তামিলনাড়ু সরকারের কাছেও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়। 

কিছুদিন আগেই বিবাহিত দুই মহিলাকে তামিলনাড়ুতে ফক্সকনের কারখানায় চাকরি না দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। কারখানার গেট থেকে তাঁদের পত্রপাট বিদায় দিয়ে দিয়েছিলেন নিরাপত্তারক্ষী।

এরপরই বিতর্কের মুখে পড়ে ফক্সকন কর্তৃপক্ষ। এই ঘটনায় ফক্সকনের তরফে জানানো হয়েছিল, ২০২২ সালে এই ধরনের ঘটেছিল।

কিন্তু তারপরে বিষয়টি শুধরে নিয়েছেন তাঁরা। কিন্তু এই তথ্য যে সত্য নয়, তাও প্রকাশ্যে এসেছে। ২০২৩ ও ২০২৪ সালেও বিবাহিত মহিলাদের চাকরি না নেওয়ার ঘটনা ঘটেছে।

দেশের আইন অনুসারে, বিবাহিত মহিলাদের চাকরিতে না নেওয়ার কোনও নিয়ম নেই। ফলে গোটা ঘটনায় অস্বস্তিতে ফক্সকন কর্তৃপক্ষ।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।