চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারির ফোন আনল। যার মডেল সি৬৩। এই ফোনে ৪৫ ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে।
কোম্পানি দাবি করছে মাত্র ১ মিনিট ডিভাইসটি চার্জ দিলে টানা ১ ঘণ্টা ব্যবহার করা যাবে। বাজেট-ফ্রেন্ডলি দামে ঠাসা ফিচার্স নিয়ে লঞ্চ হয়েছে এই হ্যান্ডসেট।
বিশাল ব্যাটারির ক্যাপাসিটির এই ফোনে দেওয়া হয়েছে বড় ডিসপ্লে। এছাড়াও এতে রয়েছে উন্নত প্রসেসর। এতে মিলবে অক্টাকোর ইউনিসক টি৬১২ চিপসেট, যা ৪ জিবি ব়্যাম সাপোর্ট করে।
এতে আরও ৮ জিবি ভার্চুয়াল ব়্যামের সাপোর্টও পাওয়া হবে। মাল্টি-টাস্কিং অর্থাৎ একসঙ্গে একাধিক ট্যাব খুলতে পারবেন।
ডাউনলোড করা যাবে ভারী ভারী অ্যাপ। ফোনে ডিসপ্লে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, রিফ্রেশ রেট এবং ৪৫০ নিটস পিক ব্রাইটনেস।
ফোনে রয়েছে আইপি৫৪ রেটিং এবং রেইনওয়াটার স্মার্ট টাচ টেকনোলজি। বৃষ্টির মৌসুমে পানি লাগলেও নিশ্চিন্তে টাচ করতে পারবেন স্মার্টফোন।
এই ফোনের ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে ১২৮ জিবি। স্মার্টফোনে মাইক্রো SD কার্ডের স্লটও রয়েছে, যা দিয়ে স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়াতে পারবেন। এবার ফোনের ক্যামেরা সম্পর্কে জানা যাক।
ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনে পাবেন এআই চালিত ক্যামেরা লেন্স, কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন ডুয়াল সিম, ওয়াইফাই, ফোরজি এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। ফোনে রয়েছে এনএফসি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
০ টি মন্তব্য