বাইডেন প্রশাসন চলতি বছরে চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের অন্তত ৮টি লাইসেন্স বাতিল করেছে। এসব লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন কোম্পানি হুয়াওয়েকে তাদের পণ্য সরবরাহ করতে পারতো।
যুক্তরাষ্ট্রের রফতানি নীতিমালা দেখভালকারী কমার্স ডিপার্টমেন্ট গত মে মাসে জানিয়েছিলো যে, হুয়াওয়ের কয়েকটি লাইসেন্স বাতিল করা হয়েছে।
তবে এতে প্রভাবিত হওয়া কোম্পানির নাম কিংবা সংখ্যা তখন জানানো হয়নি। বাতিল হওয়া লাইসেন্সের তালিকায় কোয়ালকম ও ইন্টেলও রয়েছে, ফলে এসব কোম্পানি হুয়াওয়েকে কোনো পণ্য সরবরাহ করতে পারবে না।
সাম্প্রতিক এক নথিতে সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এই পর্যন্ত হুয়াওয়ে সম্পর্কিত ৮টি লাইসেন্স বাতিল করা হয়েছে। এই বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
০ টি মন্তব্য