https://comcitybd.com/brand/Havit

হোয়াটসঅ্যাপে অ্যাভাটার তৈরি করে দেবে মেটার এআই চ্যাটবট

হোয়াটসঅ্যাপে অ্যাভাটার তৈরি করে দেবে মেটার এআই চ্যাটবট হোয়াটসঅ্যাপে অ্যাভাটার তৈরি করে দেবে মেটার এআই চ্যাটবট
 
হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের চেহারার আদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহার করেন অনেকে।

তবে চাইলেই ইচ্ছেমতো চেহারার অ্যাভাটার তৈরি করা যায় না। অ্যাভাটার তৈরির জন্য পোশাক, দেহের গড়ন ও রং, চোখের আকার, ভ্রু, নাক, ঠোঁট ইত্যাদিও নির্বাচন করে দিতে হয়।

ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও ভালোমানের অ্যাভাটার তৈরি করতে পারেন না কেউ কেউ। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে ‘মেটা এআই’ চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অ্যাভাটার তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

নতুন এ সুবিধা চালু হলে চেহারা ও শারীরিক গড়নের বর্ণনা লিখে দিলেই সে অনুযায়ী অ্যাভাটার তৈরি করে দেবে চ্যাটবটটি। 
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে মেটা এআই চ্যাটবটের মাধ্যমে অ্যাভাটার তৈরির পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

এতে ভবিষ্যতে চ্যাটবটটির মাধ্যমে লেখা থেকে পছন্দমতো কৃত্রিম ছবিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। গত এপ্রিল মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা।

তবে মেটার তৈরি চ্যাটবটটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা হয়নি। লার্জ ল্যাংগুয়েজ মডেল এললামা থ্রিভিত্তিক চ্যাটবটটি কাজে লাগিয়ে অনলাইন থেকে দ্রুত বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।