https://powerinai.com/

হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের বিকল্প

হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের বিকল্প হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের বিকল্প
 
স্মার্টফোনে যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের মতো মেসেজিং অ্যাপগুলো।

অনেকেই এসব প্রচলিত অ্যাপের বাইরে অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে চান। কেউ বা নিজেকে মেসেজিং প্ল্যাটফর্মে গুটিয়ে রাখতে, কেউবা নতুন কোনো সুবিধা পেতে বা নতুন কমিউনিটিতে যুক্ত হতে এসব অ্যাপের বিকল্প ব্যবহার করে থাকেন। আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চেনা অ্যাপগুলোর বাইরেও বেশ কয়েকটি অ্যাপ দারুণ জনপ্রিয়তা লাভ করছে। 

টেলিগ্রাম
গ্রাহকের গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েই এই অ্যাপ্লিকেশন যাত্রা শুরু করে। এতে ভয়েস ও ভিডিওকলেও এনক্রিপশন ফিচার যুক্ত করা হয়েছে।

এছাড়াও ইউটিউবের মতো অ্যাপটিতে নিজস্ব চ্যানেল খোলার ব্যবস্থাও রয়েছে। শুধু আইওএস বা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই নয়, এটি ব্যবহার করা যায় ম্যাকওস, উইন্ডোজ এমনকি ওয়েব প্ল্যাটফর্মেও। শুধু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই এই অ্যাপটি ১০০ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। 

সিগন্যাল 
গ্রাহককে গোপনীয়তার সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার মাধ্যমেও যাত্রা শুরু করে সিগন্যাল। এর এনক্রিপশন ফিচারের কারণে বিশ্বব্যাপী সাংবাদিকদের কাছে বেশ জনপ্রিয়।

এতে ভয়েস ও ভিডিওকলের ফিচারের পাশাপাশি স্টোরিও যুক্ত করা যায়। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এখন পর্যন্ত অ্যাপটি ডাউনলোড হয়েছে ১০ কোটিরও বেশি। এর রেটিং ৪.৩। 

বোটিম 
অ্যালগেনটো ক্লাউড কমপিউটিং লিমিটেডের যোগাযোগ সেবা ‘বোটিম’-এ অডিও, ভিডিওকল, মেসেজিং-এর পাশাপাশি দেশভেদে অর্থও স্থানান্তর করা যায়।
সংযুক্ত আরব আমিরাতে এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়। সেখানে সরকারি সেবার ফি ও মোবাইলের বিলও অ্যাপটির মাধ্যমে পরিশোধ করা যায়।

এ ছাড়া বোটিম স্টোর থেকে পণ্যও অর্ডার করা যায়। এখন পর্যন্ত অ্যাপটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ৫ কোটির বেশি ডাউনলোড হয়েছে। 

লাইন 
লাইন কর্পোরেশনের তৈরি অ্যাপটি অসাধারণ সব স্টিকারের জন্য জনপ্রিয়। এ ছাড়া ভয়েস ও ভিডিওকলের পাশাপাশি বিভিন্ন দেশেই লাইন পেমেন্টের মাধ্যমে চেইন শপ, গ্রোসারির অর্থ পরিশোধ করা যায় অ্যাপটি দিয়ে।

এর ভিডিও কলে চমৎকার সব ইফেক্টস রয়েছে। এ ছাড়া নিজের ইউনিক অ্যাভাটারও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়া দ্রুত সংযুক্ত হতে এতে থাকছে ইউনিক কিউআর কোড। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এখন পর্যন্ত অ্যাপটি ডাউনলোড হয়েছে ৫০ কোটিরও বেহসি। ১ কোটি ৩৮ লাখ ব্যবহারকারী অ্যাপটির রেটিং দিয়েছে। 

ডেসকর্ড 
মূলত গেমার ও কমপিউটার প্রযুক্তিবিদদের কাছে জনপ্রিয় ডেসকর্ড অ্যাপটি। আন্ড্রয়েড প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ১০ কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে।

গেমারদের কাছে এই অ্যাপটি জনপ্রিয়তা পাওয়ার প্রধা কারণ হলো এখানে সরাসরি গেম স্ট্রিমিং করা যায়। অনেক জনপ্রিয় গেমিং কমিউনিটি প্ল্যাটফর্মটিতে অ্যাকটিভ। এখানে নিজস্ব পছন্দের গেমারকে অনুসরণ করারও সুযোগ রয়েছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।