মাসে দুই কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ মাইজিপি। এ অর্জন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও দৃঢ় করেছে।
এ উপলক্ষে গত বুধবার রাজধানীর জিপি হাউজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গ্রাহকদের জন্য ‘ওয়ান-স্টপ’ সল্যুশন হিসেবে ২০১৬ সালে যাত্রা শুরু হয়েছিল মাইজিপি অ্যাপের; যাতে গ্রাহকরা সহজে প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা উপভোগ করতে পারেন।
মাইজিপি এখন দেশের সবচেয়ে বড় সেল্ফ-সার্ভিস অ্যাপ, যেখানে গ্রাহকরা গ্রামীণফোনের ৯৯ শতাংশ সেবা এবং বিক্রয়-পরবর্তী সেবা নিতে পারেন।
সোলায়মান আলম বলেন, ‘আমরা মাইজিপির মাধ্যমে এমন ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যা গ্রাহকদের পরিবর্তনশীল ডিজিটাল চাহিদা মেটাবে এবং আরও ডিজিটাল-বান্ধব ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে।’
০ টি মন্তব্য