‘রিস্কোমিটার’ নামের নতুন একটি অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছে ভারতের ‘স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গল’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপটি অদূর ভবিষ্যৎ মানুষকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে।
তাদের মতে, এই অ্যাপ ব্যবহার করে অতর্কিত স্ট্রোকের মতো ঘটনা আগের থেকেই অনেকটাই আটকানো সম্ভব হবে। চিকিত্সকদের কথায়, সাধারণত মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটলে স্ট্রোকের মতো ঘটনা ঘটে।
যার ফলে সাধারণ মানুষ পক্ষাঘাতের শিকার হয়। মৃত্যু পর্যন্ত হতে পারে। স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গল এর বিশেষজ্ঞ বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির আগাম স্ট্রোকের সম্ভাবনা অনুধাবন করতে অ্যাপ ব্যবহারকারীদের প্রথমে একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে।
								
																											
										
																									
								ব্যবহারকারীদের উত্তরের ভিত্তিতেই এই অ্যাপটি স্ট্রোকের সম্ভাবনা সম্পর্কে আগাম পূর্বাভাস দিতে সক্ষম হবে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ ভাবে তৈরি এই অ্যাপটি বাংলা, ইংরেজিসহ মোট ১২টি ভাষায় ব্যবহার করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করতে হবে গুগল প্লে-স্টোর থেকে। স্ট্রোকের মতো কঠিন রোগও ৮০-৯০ শতাংশ রোধ করা সম্ভব, যদি তা আগে থেকেই চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেয়া যায়।
যদিও এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি একশ্রেণীর মানুষের সচেতনতার অভাবকেই এই রোগের মূল কারণ হিসেবে দায়ী করছেন। তবে তারা মনে করছেন, অ্যাপটির নির্দেশনা মতো চললে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যাবে।
							
				
							
												










০ টি মন্তব্য