https://powerinai.com/

পুরস্কৃত হলেন টগুমগু অ্যাপে কুইজ বিজয়ী ১০০ মা

পুরস্কৃত হলেন টগুমগু অ্যাপে কুইজ বিজয়ী ১০০ মা পুরস্কৃত হলেন টগুমগু অ্যাপে কুইজ বিজয়ী ১০০ মা
 
মা দিবসের বিশেষ কুইজ প্রতিযোগিতায় ১০০ বিজয়ী মা-কে পুরস্কৃত করলো প্যারেন্টিং অ্যাপ টগুমগু। এর মধ্যে ১০ জন লাটারি বিজয়ীর হাতে তুলে দেয়া হলো গ্র্যান্ড পুরস্কার।

বিজয়ীরা হলেন- সিপন আক্তার, নিফুল মিয়া, চাদনী খানম, জান্নাতুল ফেরদৌস, রিমন খান, রাইহানুল ইসলাম , হাবিবা , ট্রিনা, উম্মে হাফশা, ফাতিমা আক্তার।

তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে গুফি গিফট বক্স , নান্দনিক ফার্নিচার, ইলেকট্রনিক গেজেট, পরিবার সহ ঢাকা -কক্সবাজার -ঢাকা প্লেন টিকেট। 

গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নাজমুল আরেফিন এবং গ্রামীণ স্কুলগুলিতে ই-লার্নিং সেবাদাতা প্রতিষ্ঠান লাইট অফ হোপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল্লাহ ভূঁইয়া। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে “সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাবার” বিষয়ক সেশন পরিচালনা করেন বারডেম জেনারেল হাসপাতালের প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট শামসুন নাহার (মহুয়া)।

এছাড়াও ঢাকার এভারকেয়ার হাসপাতালের ইসিডি বিশেষজ্ঞ এবং চাইল্ড সাইকোলজিস্ট তারানা আনিস “আনন্দময় প্যারেন্টিং” বিষয়ক একটি সেশন পরিচালনা করেন, যেখানে তিনি প্রারম্ভিক শেখানো এবং ইতিবাচক প্যারেন্টিং প্র্যাকটিসের গুরুত্ব তুলে ধরেন।
পাশাপাশি আয়োজন সহযোগী শক্তি+ এর উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

লাইট অফ হোপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, “গুফিতে আমরা আনন্দের মাধ্যমে শেখায় বিশ্বাস করি।

এই ক্যাম্পেইন আমাদেরকে মায়েদের সাথে মজার ও ইন্টারঅ্যাক্টিভ উপায়ে সংযুক্ত হয়ে শিশুদের পুরো বিকাশের গুরুত্ব তুলে ধরতে সাহায্য করেছে।” 

প্রসঙ্গত, প্যারেন্টিং অ্যাপ টগুমগু’র সঙ্গে এই প্রতিযোগিতায় সহযোগী ছিলো নিউট্রিশন পার্টনার শক্তি+। গত মে মাস জুড়ে চলা এই ক্যাম্পেইনের থিম ছিলো “মা বোঝে সেরা তাই, মায়ের জন্য সেরাটাই“ক্যাম্পেইনের অংশ হিসেবে, টগুমগু তার অ্যাপে একটি কুইজ প্রোগ্রাম আয়োজন করে, যেখানে সারা দেশ থেকে ১৫ হাজারেরও বেশি মা অংশগ্রহণ করেন।

কুইজে মায়েদের জন্য সন্তানের পুষ্টি, শিক্ষা ও মানসিক বিকাশ সম্পর্কিত প্রশ্ন ছিল। এ ক্যাম্পেইনে ১০০ জন বিজয়ী মায়েদের মধ্যে মধ্যে শীর্ষ ৫০ জনকে গত শুক্রবার সন্ধ্যায় আমন্ত্রণ জানানো হয়, যেখানে লটারির মাধম্যে বিজয়ী ১০ জন মা পান গ্রান্ডপ্রাইজ। এর আগে অনলাইনে ৫০ জনের কাছে অনলাইনে পুরস্কার পৌঁছে দেয়া হয়।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।