যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে পুলিশের সহায়তার জন্য এবার রোবট কুকুরের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে দেশটির নিউইয়র্ক ও সানফ্রান্সিসকো শহরেও একই ধরনের অনুমতি দেওয়া হয়।
আগেরগুলোর মতো এবারের সিদ্ধান্তও ভালোভাবে নেননি স্থানীয়রা। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগে রোবট কুকুরের ব্যবহার নিয়ে সিটি কাউন্সিল ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
এতে আটজন পক্ষে ও চারজন বিপক্ষে ভোট দেন। বোস্টন ডায়নামিক্স নামের একটি স্থানীয় প্রযুক্তি কোম্পানি রোবট কুকুরগুলো ডিজাইন ও উৎপাদন করে।
কুকুরগুলো স্বয়ংক্রিয়ভাবে রাস্তাঘাট ও ভবনে চলাচল করতে পারবে। কুকুরগুলোয় অনেক ধরনের নজরদারি প্রযুক্তি, সেন্সর ইত্যাদি রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য রোবট কুকুরের ব্যবহারকে ভালোভাবে নেননি স্থানীয়রা। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের সিটি কাউন্সিলের জনমত গ্রহণের সময় এক বাসিন্দা বলেন, ‘বেসামরিক পরিবেশে রোবট কুকুর ব্যবহার করা হোক তা আমি চাই না।’
আরেকজন বলেন, ‘আমরা আইরোবট ও টার্মিনেটর সিনেমায় এত দিন যা দেখেছি, এখন তা-ই আমাদের জীবনে দেখছি। আমি রোবট পুলিশ চাই না।’
০ টি মন্তব্য