https://powerinai.com/

বিজ্ঞাপন বানাতে সক্ষম এআই নিয়ে আসছে মেটা

বিজ্ঞাপন বানাতে সক্ষম এআই আনছে মেটা বিজ্ঞাপন বানাতে সক্ষম এআই আনছে মেটা
 
প্রযুক্তি বিশ্বে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জোয়ার। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এরই মধ্যে এআই প্রযুক্তি নিয়ে এক অঘোষিত যুদ্ধ চলছে।

আর এর মূলে রয়েছে বর্তমানে জেনারেটিভ এআই-নির্ভর প্রযুক্তি। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জেনারেটিভ এআই-নির্ভর প্রযুক্তির প্রতিযোগিতায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। 

তারা এমন এক প্রযুক্তি নিয়ে আসছে, যা এর প্ল্যাটফর্মগুলোর জন্য পণ্য ও সেবাকেন্দ্রিক বিজ্ঞাপন তৈরি আরও সহজ করবে।

অনেকেই আছেন, যারা ছোটো ব্যবসাপ্রতিষ্ঠান চালান। তারা যখন ফেসবুকে বিজ্ঞাপন দেন, অনেক ক্ষেত্রেই তাদের উপস্থাপনা আকর্ষণীয় হয় না।

নতুন টুলগুলোর মাধ্যমে একজন সাধারণ ব্যবহারকারীও চমৎকার সব বিজ্ঞাপন তৈরি করতে পারবেন বলে শোনা যাচ্ছে।   

মেটার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যাড টুলগুলো টেক্সেটের আলোকে ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে, পাশাপাশি যেকোনো বিষয়বস্তুর ওপর লিখতেও পারবে, এমনকি ভিডিও তৈরির ক্ষেত্রেও এটি সহযোগিতা করতে পারবে নির্মাতাকে।

শিগগিরেই এই টুলগুলোর পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে কোম্পানিটি। মেটার নির্বাহী কর্মকর্তারা বলেছেন, বিজ্ঞাপন দাতাদের একটি নির্বাচিত গোষ্ঠীকে এই টুলগুলো পরীক্ষা করে দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে।
তবে কতজন বিজ্ঞাপন দাতাকে প্রাথমিক অবস্থায় সুযোগ দেওয়া হবে তা জানাননি মেটার নির্বাহীরা। তবে কোম্পানিটি জুলাই মাসে আরও বেশি বিজ্ঞাপন দাতাদের এই প্রযুক্তিতে সম্পৃক্ত করতে পারবে। 

গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোম্পানি ‘চ্যাটজিপিটি’ নামের কথোপকথনে সক্ষম জেনারেটিভ এআই নিয়ে আসে তারা।

এরপরই প্রযুক্তি বিশ্ব নড়েচড়ে বসে। চলতি বছরে চ্যাটজিপিটির সব শেষ সংস্করণ ‘জিপিটি-৪’ উন্মুক্ত করা হয়েছে। এটি ব্যবহার করতে হলে মাসে ২০ ডলার ব্যয় করতে হবে।   

চলতি বছরের ফেব্রুয়ারিতেই মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি নিয়ে কাজ করতে একটি দল গঠন করেন।

তখন থেকেই শোনা যাচ্ছিল, বিজ্ঞাপন তৈরির কাজকে সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে তারা। তবে প্রযুক্তির এই নতুন শাখায় কেবল মেটা বা ওপেনএআই-ই কাজ করছে না, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছে অ্যালফাবেটের গুগল।

গুগলের বৃহৎ ভাষা মডেলের অ্যালগরিদম ল্যামডা থেকেই তৈরি করা হয়েছে ‘বার্ড’। এরই মধ্যে অনেকেই বার্ড ব্যবহারের সুযোগ পেয়েছেন। তবে সবার জন্য এখনও উন্মুক্ত হয়নি। 

কমপিউটার ও স্মার্টফোন তৈরির ক্ষেত্রে অগ্রসর কোম্পানি হিসেবে বিবেচনা করা হয় অ্যাপলকে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকও  জানিয়েছেন, তার প্রতিষ্ঠানও কথোপকথনে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।