https://powerinai.com/

অপো রেনো ১২ সিরিজ

অপো রেনো ১২ সিরিজ অপো রেনো ১২ সিরিজ
 
বাজারে আসছে অপো রেনো ১২ সিরিজ। চলতি মাসে দেশের স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে অপোর নতুন ফোন।

এই সিরিজের অধীনে দেশে অপো রেনো ১২ ও অপো রেনো ১২ প্রো স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। অপো রেনো ১২ ও অপো রেনো ১২ প্রো উভয় ডিভাইসেই থাকছে অত্যাধুনিক এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ক্যামেরা।

সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট। উভয় মোবাইলেই ট্রিপল রিয়ার সেটআপ থাকবে। বেস মডেলে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে এবং অপো রেনো ১২ প্রো ৫জি ফোনটি ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, অপো রেনো ১২ এবং রেনো ১২ প্রো -তে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ব্যাটারি দেওয়া হয়েছে। 

অপো রেনো ১২ এবং রেনো ১২ প্রো স্মার্টফোনগুলি ২৭৭২ × ১২৪০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭-ইঞ্চির FHD+ 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।

এই দুটি ফোনেই Curved OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনগুলিতে 120Hzরিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাপ্লিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস রয়েছে।
এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার সহ কর্নিং গোরিলা গ্লাস বিক্টস ২ প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য অপো রেনো ১২ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০ অক্টাকোর প্রসেসর সাপোর্ট সহ 3.1GHz ক্লক স্পীডে কাজ করার ক্ষমতাসম্পন্ন।

অপো রেনো ১২ সিরিজের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৪ সহ কলরওএস ১৪ সহ বাজারে আসবে। রেনো ১২ প্রো স্মার্টফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর সহ 3.35GHz ক্লক স্পীডে কাজ করে।

বেস মডেল মালি-জি৬১০ এমসি৬ জিপিইউ এবং প্রো মডেল Immortalis-G715 জিপিইউ সাপোর্ট করে। অপো রেনো ১২ স্মার্টফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত ৫০ মেগাপিক্সেল সনি LYT-600 মেইন সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন৫ 2x টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল সনি IMX355 আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স সহ কাজ করে। 

রেনো ১২ প্রো স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপচারযুক্ত ৫০ মেগাপিক্সেল সনি IMX890 মেইন সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন৫ 2x টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল IMX355আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

এই দুটি ফোনই 20x ডিজিটাল জুম এবং OIS সাপোর্ট করে। সেলফি তোলা, ভিডিও কল এবং রিলস বানানোর জন্য এই দুটি অপো রেনো ১২ এবং রেনো ১২ প্রো স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল Front ক্যামেরা দেওয়া হয়েছে।

এতে স্যামসাং জেএন ৫ সেন্সর এফ/২.০ অ্যাপচার সহ কাজ করে এবং 4K/60fps ভিডিও রেকোডিং ক্ষমতাসম্পন্ন। পাওয়ার ব্যাকআপের জন্য রেনো ১২ এবং রেনো ১২ প্রো স্মার্টফোনগুলিতে 5,000 এমএএইচ ব্যাটারি সহ দ্রুত চার্জ করার জন্য ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।