দুরন্ত প্রসেসর এবং গ্রাফিক্সসহ উন্মোচিত হলো স্যামসাং গ্যালাক্সি বুক ৪ আলট্রা। কোম্পানির দাবি, এটি তাদের সবথেকে অ্যাডভান্সড ল্যাপটপ, মিলবে ৩২ জিবি র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত এসএসিড স্টোরেজ।
স্মার্টফোন হোক বা ল্যাপটপ সব দিক দিয়েই অ্যাপলের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে স্যামসাং। টেকনোলজির প্রতিটি ধাপে মার্কিন সংস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং।
এবার সেই তালিকায় বড় চমক স্যামসাংয়ের নতুন স্মার্ট এআই ল্যাপটপ, যা ম্যাকবুকের থেকেও দামি। এই ল্যাপটপ হল গ্যালাক্সি বুক ৪ আলট্রা।
চলতি বছর ফেব্রুয়ারিতেই উন্মোচিত হয়েছিলো গ্যালাক্সি বুক ৪ প্রো, গ্যালাক্সি বুক ৪ প্রো ৩৬০, গ্যালাক্সি বুক ৪ ৩৬০। এবার সেই তালিকায় যোগ হল সবথেকে সেরা ভার্সনটি।
আর স্যামসাংয়ের দাবি অনুযায়ী, এই ল্যাপটপের সবথেকে সেরা ফিচারটি হল প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের নতুন কোর আলট্রা চিপসেট।
মিলবে অত্যাধুনিক এআই ফিচার্স। এই চিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নানা টাস্ক করতে সক্ষম বলে দাবি করেছে স্যামসাং।
কোম্পানি আরও জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি বুক ৪ সিরিজ তাদের সবথেকে বুদ্ধিমান এবং অ্যাডভান্সড ল্যাপটপ। শুধু ইন্টেলের দুরন্ত প্রসেসর নয়, এতে রয়েছে এনভিডিয়ার সেরা গ্রাফিক্স কার্ড। এতে পাবেন টাচ-এনেবেল ডিসপ্লে এবং উন্নত কুলিং সিস্টেম।
০ টি মন্তব্য