ছবি ও ভিডিওর পাশাপাশি ইনস্টাগ্রামে নিয়মিত বার্তাও আদান-প্রদান করেন অনেকে। আর তাই কেউ ছবি, রিলস ভিডিও, স্টোরিজ ও বার্তা পোস্ট করলেই সেটির বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন অনুসারীদের কাছে পাঠিয়ে থাকে ইনস্টাগ্রাম।
তবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সময় ইনস্টাগ্রাম থেকে বারবার নোটিফিকেশন আসতে থাকলে বিরক্ত হন কেউ কেউ। ইনস্টাগ্রামের ‘কোয়াইট মোড’ সুবিধা ব্যবহার করে চাইলেই নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ রাখা যায়।
নোটিফিকেশন আসা বন্ধ থাকলেও পরে সব নোটিফিকেশন দেখা যাওয়ার অনেকেই নিয়মিত নিজেদের প্রয়োজন অনুযায়ী কোয়াইট মোড সুবিধা চালু বা বন্ধ করে থাকেন।
চলুন দেখে নেওয়া যাক কোয়াইট মোড সুবিধা চালুর পদ্ধতি। কোয়াইট মোড সুবিধা চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
এরপর ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ অপশনে প্রবেশ করতে হবে।
এবার সার্চ বক্সে ‘কোয়াইট মোড’ লিখলেই নিচে ‘কোয়াইট মোড’ অপশন দেখা যাবে। এরপর কোয়াইট মোড অপশনে ট্যাপ করে পাশে থাকা টগলটি চালু করতে হবে।
এবার স্টার্ট টাইম ও অ্যান্ড টাইম নির্বাচন করে নোটিফিকেশন বন্ধ রাখার সময়সীমা নির্ধারণ করলেই ইনস্টাগ্রামের কোয়াইট মোড সুবিধা চালু হয়ে যাবে।
০ টি মন্তব্য