আপনি কি সোশ্যাল মিডিয়ায় পরিচিত বাড়াতে চান? কিন্তু, তার জন্য তো সেখানে অ্যাক্টিভ থাকতে হবে। ছবি আপলোড করতে হবে।
এসবের জন্য সময় কোথায় চিন্তা নেই, আপনার হয়ে কাজ সামলাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। সম্প্রতি ইনস্টাগ্রামের মতো একটি অ্যাপ এসেছে। যেখানে আপনার অ্যাকাউন্ট চালানোর দায়িত্বে থাকবে এআই। চলুন জেনে নেওয়া যাক কী সেই অ্যাপ।
এআই চলে আসায় কারও কাজ সহজ হয়ে গিয়েছে, আবার কারও রাতের ঘুম উড়েছে। আশঙ্কা চাকরি যাওয়ার। সেই আশঙ্কাকে সঙ্গে করেই একের পর এক এআই কেরামতির সাক্ষী থাকছেন সাধারণ মানুষ।
সম্প্রতি এরকমই একটি অ্যাপ চলে এসেছে নেটদুনিয়ায়। এটি অনেকটা ইনস্টাগ্রামের মতো অ্যাপ্লিকেশন। তবে সেখানে আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না।
সবটাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ছবি আপলোড থেকে পোস্ট করা, সব কিছু সামলাবে এআই। এই অ্যাপটির নাম বাটারফ্লাই।
কল্পনার জগৎকে বাস্তবে তুলে ধরেছে এই অ্যাপ। যদিও সেই প্রচেষ্টায় আম আদমির সম্মতি কতটা থাকবে সেটাই এখন দেখার বিষয়। তবে ১০০ শতাংশ এআই চালিত এই অ্যাপ যে আগামীদিনে সাড়া ফেলতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
কী এই বাটারফ্লাই
অন্যান্য অ্যাপের মতো এটিও প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। সেখানে সাইন-আপ করা যাবে। তারপর বাকি কাজটা ছেড়ে দিন এআইয়ের হাতে।
অ্যাপে আপনার একটি এআই অবতার তৈরি করবে বাটারফ্লাই। তারপর আপনার এআই জেনারেটেড ছবি তৈরি করে আপলোড করা হবে।
অন্যান্য যে অবতার থাকবে তার সঙ্গে চ্যাট করবে আপনার এআই অবতার। আর এই পুরো কাজটাই করবে বাটারফ্লাই অ্যাপের এআই সিস্টেম।
সাইন্স ফিকশন ছবিতে যে দৃশ্য দেখে চোখ কপালে উঠত তা এখন বাস্তব। তবে অ্যাপে এআই অবতারের উপর নিয়ন্ত্রণ আপনার কাছেই থাকবে।
ইতিমধ্যে তথ্য প্রযুক্তি সেক্টরে এআই অ্যাসিস্টেন্টের ব্যবহার শুরু করেছে সংস্থাগুলি। কর্মচারীর নোট রাখা থেকে শুরু করে মিটিং প্রেজেন্টেশনে সাহায্য করা, সবেতেই হাত পাকাতে শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
সোশ্যাল মিডিয়ায় এআইয়ের প্রভাব কতটা, তা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। ধাপে ধাপে ক্রমশ মানুষকে ছাপিয়ে যাচ্ছে এআই।
চালকের ভূমিকায় মানুষ থাকলেও, ইতিমধ্যে মানুষের একাধিক অভ্যাস, কাজ করার ধরন রপ্ত করে ফেলেছে এআই। তবে সোশ্যাল মিডিয়ায় এআইয়ে প্রভাব নেতিবাচকও হতে পারে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা।
তবে আপনি চাইলে বাটারফ্লাইয়ের সোশ্যাল জগতে একবার হলেও ডুব মারতে পারেন। দেখতে পারেন কীভাবে এক এআই অবতার আর এক এআই অবতারের সঙ্গে কথপোকথন করে।
বাটারফ্লাই অ্যাপকে ইনস্টাগ্রামের বিকল্প হিসাবে ধরা হচ্ছে। মেটা মালিকাধীন ইনস্টা অ্যাপে যা যা করা যায়, তা এখানেও করা যাবে বলে দাবি বাটারফ্লাই প্রস্তুতকারী সংস্থার।
০ টি মন্তব্য