ল্যাপটপে ব্যাটারি কম। যে কোনও মুহূর্তে চার্জ শেষ হয়ে যাবে ফাঁকা জায়গা। আশপাশে চার্জ করার উপায় নেই। তাহলে এখন কী হবে, এই পরিস্থিতি থেকে বাঁচার কয়েকটা পদ্ধতি রয়েছে। চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলোয়।
পাওয়ার সেভার মোড অন করতে হবে
আজকাল বেশিরভাগ ল্যাপটপেই পাওয়ার সেভার মোড থাকে। এটা অন করলে ব্যাটারি বাঁচানোর জন্য নির্দিষ্ট কিছু ফিচার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যেখানে চার্জ করার উপায় নেই, সেখানে ল্যাপটপ চালালে পাওয়ার সেভার মোড অন করে রাখা উচিত।
স্ক্রিনের ব্রাইটনেস কমাতে হবে
স্ক্রিনের ব্রাইটনেস ব্যাটারির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তাই ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে। তাহলে ব্যাটারির আয়ু বাড়বে।
ওয়াইফাই এবং ব্লু টুথ বন্ধ রাখতে হবে
ইন্টারনেট ছাড়া কাজ হবে কী করে? ঠিক কথা। কিন্তু সবসময় ওয়াইফাই বা ব্লু টুথের প্রয়োজন পড়ে না। তাই যখন দরকার নেই তখন ওয়াইফাই এবং ব্লু টুথ বন্ধ রাখলে ব্যাটারি বাঁচবে।
অপ্রয়োজনীয় সফটওয়্যার বন্ধ করতে হবে
সবসময় সব সফটওয়্যার প্রয়োজন পড়ে না। কিন্তু তারপরেও চালু থাকে। এতে ব্যাটারি খরচ হয় বেশি। তাই সফটওয়্যার ব্যবহার না করলে সেগুলো বন্ধ রাখাই ভালো।
ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ রাখতে হবে
ব্যবহারকারীর ব্যবহার না করলেও কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। এতেও ব্যাটারি খরচ হয়। এখন সেগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে চার্জ বাঁচবে।
হাই পারফরম্যান্স মোড বন্ধ করতে হবে
অনেক ল্যাপটপে অডিও বা ভিডিও চালাতে সমস্যা হয়। পারফরম্যান্স খারাপ থাকে। এক্ষেত্রে হাই পারফরম্যান্স মোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কিন্তু এতে ব্যাটারি খরচ হয় বেশি। তাই ব্যাটারি কম থাকলে হাই পারফরম্যান্স মোড বন্ধ রাখাই উচিত।
ব্যাটারি ঠান্ডা রাখতে হবে
ব্যাটারি ঠান্ডা রাখলে আয়ু বাড়ে। তাই গরম জায়গায় ল্যাপটপ রাখতে বারণ করা হয়। তাছাড়া ল্যাপটপে বাতাস চলাচলেও বাধা দেওয়া উচিত নয়
এবং ল্যাপটপে লেটেস্ট আপডেট ইনস্টল করা উচিত। এতে ব্যাটারির কর্মক্ষমতা বাড়ে। চার্জ দীর্ঘক্ষণ থাকে।
০ টি মন্তব্য