https://powerinai.com/

আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন

আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন
 
চলতি বছর অ্যাপল ওয়াচ লাইনআপ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। আসন্ন ওয়াচ সিরিজ টেন স্মার্টওয়াচটি বড় স্ক্রিন, মসৃণ ডিজাইনসহ নতুন চিপ নিয়ে আসছে বলে জানিয়েছে কোম্পানি। 

অ্যাপল জানিয়েছে, অ্যাপল ওয়াচ সিরিজ টেনে থাকবে বড় ডিসপ্লে ও নতুন চিপ। তবে নতুন হেলথ ফিচার নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা। 

ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানান, অ্যাপল ওয়াচ টেন বড় স্ক্রিন নিয়ে দুটি মডেলে আসবে। এর মধ্যে বড় মডেলটির স্ক্রিনের সাইজ অ্যাপল ওয়াচ আলট্রার মতো হবে।

স্ক্রিন বড় হলেও ঘড়িগুলো আগের মডেলের মতো ওজনে হালকা ও পাতলা হবে বলে জানিয়েছেন তিনি। অ্যাপল ডিভাইস বিশ্লেষক গুরম্যান জানান, অ্যাপল ওয়াচ সিরিজ টেন ও অ্যাপল ওয়াচ আল্ট্রা থ্রিতে এ বছর আরো শক্তিশালী প্রসেসর থাকবে।

এ আপগ্রেড ভবিষ্যতের এআই ফিচারের পথ প্রশস্ত করতে পারে বলে মনে করেন তিনি। নতুন চিপগুলো ডিভাইসের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি করে জটিল কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবে বলে আশা করছেন গুরম্যান। 
অ্যাপল ওয়াচের হেলথ ফিচারগুলো সবসময়ই গুরুত্ব পেয়েছে। আগের সংস্করণগুলোয় ব্লাড প্রেসার ও স্লিপ অ্যাপনিয়া মনিটরিং ফিচার আছে।

নতুন সংস্করণেও এক্ষেত্রে ব্যতিক্রম হবে না। যদিও অ্যাপল জানায়, তারা এসব ফিচার তৈরিতে কিছু বাধার সম্মুখীন হয়েছে।

অ্যাপলের রক্তচাপ পর্যবেক্ষণ প্রযুক্তি পরীক্ষার সময় প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এসব সমস্যা কারণে ফিচারগুলো রিলিজে বিলম্ব হতে পারে।  

মার্ক গুরম্যান জানান, ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফিচার হতে পারে ব্লাড প্রেসার ট্র্যাক করা। রক্তচাপ নিরীক্ষণের মাধ্যমে এটি ব্যক্তির সম্ভাব্য সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।